মঙ্গলবার,  সকাল ৭:১৭  ♦  ১৯শে মার্চ, ২০২৪ ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল )
মঙ্গলবার,  সকাল ৭:১৭  ♦  ১৯শে মার্চ, ২০২৪ ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল ), ৯ই রমযান, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

প্রযুক্তি গুরু

এখন থেকে TiPS4BLOG –এ চালু করা হলো ইউজার পয়েন্ট পদ্ধতি। অর্থাৎ, যেসকল সম্মানিত সদস্যবৃন্দ প্রযুক্তি বিষয়ে নানানরকম তথ্যবহুল টিপস, গঠনমূলক মন্তব্য এবং প্রশ্ন ও উত্তর প্রদানের মাধ্যমে আমাদের ব্লগকে সচল রেখেছেন তাদের দৈনন্দিন কার্যকলাপের উপর ভিত্তি করে বিভিন্ন সংখ্যক পয়েন্ট দেওয়া হবে। একইসাথে প্রাপ্ত পয়েন্টগুলোকে বিভিন্ন মানদণ্ডে বিবেচনা করে সদস্যদের আকর্ষণীয় পদবীতে ভূষিত করা হবে। সেইসাথে দেওয়া হবে বিভিন্ন ব্যাজ! ব্লগের সদস্যদের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কার্যকলাপকে উৎসাহ দেওয়াই এর মূল লক্ষ্য, কোনভাবেই এটা কোন গেম বা প্রতিযোগিতার জন্য না

প্রযুক্তিতে বাংলা ভাষায় যারা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে স্বাগত জানানোই আমাদের মূল লক্ষ্য এবং সেই সাথে তাদের অবদানকে শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই স্বীকৃতি প্রদানের মাধ্যম, যাতে করে তারা আরও উৎসাহিত হয় এবং প্রযুক্তির উপরে বাংলা ভাষায় তাদের অবদান আরও বেশি বেশি রাখতে পারে।

TiPS4BLOG একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ। সুতরাং, আমাদের ব্লগে অবদান রাখার মাধ্যমেও প্রযুক্তিকে বাংলা ভাষায় আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব হবে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি, প্রযুক্তির সাথে আগামীর পথে

শুরুতেই বলে নেই পয়েন্ট সিস্টেম শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা আমাদের ব্লগে নিবন্ধনের মাধ্যমে সম্মানিত সদস্য হয়েছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সদস্যদের কোন কোন কার্যকলাপের উপর কি পরিমান পয়েন্ট নির্ধারণ করা হয়েছে এবং প্রাপ্ত পয়েন্ট থেকে কিভাবে পদবী নির্ধারণ করা হচ্ছে:

যেসকল কার্যকলাপে পয়েন্ট যুক্ত হবে

  • ১০ পয়েন্ট নিবন্ধনের মাধ্যমে সদস্য হবার জন্য।
  • ৬ পয়েন্ট টিপস প্রদানের জন্য।
  • ২ পয়েন্ট প্রশ্ন ও উত্তর সেকশনে প্রশ্ন করার জন্য।
  • ২ পয়েন্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
  • ১ পয়েন্ট যেকোনো টিপসে প্রতি একটি মন্তব্যের জন্য।
  • ১ পয়েন্ট টিপস লেখকের জন্য, টিপসে প্রতি ২ টি মন্তব্যের জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার সাইট পরিদর্শনের জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার কনটেন্ট (টিপস) দেখার জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার যেকোনো পেজ পরিদর্শনের জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার প্রশ্ন দেখার জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার প্রশ্নের উত্তর দেখার জন্য।
  • ১ পয়েন্ট দিনে একবার লগিন করার জন্য।
  • ১ পয়েন্ট যেকোনো টিপসকে প্রিয় করার জন্য।
  • ১ পয়েন্ট টিপস লেখকের জন্য, টিপস প্রিয় হবার জন্য।

যেসকল কার্যকলাপে পয়েন্ট কাটা হবে

  • ৫ পয়েন্ট যেকোনো টিপস, প্রশ্ন অথবা উত্তর মুছে ফেলা হলে।
  • ৫ পয়েন্ট মন্তব্য স্প্যাম হিসেবে চিহ্নিত হলে।
  • ১ পয়েন্ট মন্তব্য মুছে দেওয়া হলে।

যে কারনে মন্তব্য মুছে ফেলা হবে বা অনুমোদন দেওয়া হবে না

  • অযথা বা অপ্রয়োজনীয় মন্তব্য করলে।
  • টিপসের বিষয়বস্তুর সাথে মন্তব্য সঙ্গতিপূর্ণ না হলে।
  • টিপসের লেখককে অপদস্থ বা হয়রানীর চেষ্টা করে মন্তব্য করলে।
  • শুধু পয়েন্ট বাড়ানোর জন্য উদ্দেশ্যবিহীন মন্তব্য করলে, যেমন খুব সুন্দর!, ধন্যবাদ ইত্যাদি ছোট ছোট মন্তব্য করলে। আমরা চাই মন্তব্য হবে গঠনমূলক এবং টিপসের সাথে সঙ্গতিপূর্ণ যা লেখককে উৎসাহিত করবে আরও ভালো টিপস প্রদানে এবং সেই সাথে পাঠকেরাও একটা সুস্থ সুন্দর শেখার পরিবেশ পাবে।

যেভাবে সম্মানিত সদস্যদের বিভিন্ন পদবীতে ভূষিত করা হবে

  • অনুজ – পয়েন্ট ১০ হতে ৯৯ এর মধ্যে হলে,
  • অগ্রজ – পয়েন্ট ১০০ হতে ৪৯৯ এর মধ্যে হলে,
  • ধ্রুপদী – পয়েন্ট ৫০০ হতে ৯৯৯ এর মধ্যে হলে,
  • ওস্তাদ – পয়েন্ট ১০০০ হতে ১৪৯৯ এর মধ্যে হলে,
  • পণ্ডিত – পয়েন্ট ১৫০০ হতে ১৯৯৯ এর মধ্যে হলে, এবং
  • কিংবদন্তী – পয়েন্ট ২০০০ এর বেশি হলে।

বিশেষ দ্রষ্টব্য: পয়েন্ট এবং পদবী প্রত্যেক সদস্যের প্রোফাইলে পাওয়া যাবে।

বিভিন্ন কার্যকলাপে সদস্যদের যেসকল ব্যাজ দেওয়া হবে

১) নিবন্ধন ব্যাজ: সাইটে নিবন্ধন করার জন্য।

২) টিপসার ব্যাজ:

  • টিপসার লেভেল ১ – ১০ বা ততোধিক টিপস প্রদানের জন্য
  • টিপসার লেভেল ২ – ২৫ বা ততোধিক টিপস প্রদানের জন্য
  • টিপসার লেভেল ৩ – ৫০ বা ততোধিক টিপস প্রদানের জন্য
  • টিপসার লেভেল ৪ – ১০০ বা ততোধিক টিপস প্রদানের জন্য, এবং
  • টিপসার লেভেল ৫ – ১৫০ বা ততোধিক টিপস প্রদানের জন্য

৩) কমেন্টার ব্যাজ:

  • কমেন্টার লেভেল ১ – ১০ বা ততোধিক মন্তব্য করার জন্য
  • কমেন্টার লেভেল ২ – ২৫ বা ততোধিক মন্তব্য করার জন্য
  • কমেন্টার লেভেল ৩ – ৫০ বা ততোধিক মন্তব্য করার জন্য
  • কমেন্টার লেভেল ৪ – ১০০ বা ততোধিক মন্তব্য করার জন্য, এবং
  • কমেন্টার লেভেল ৫ – ১৫০ বা ততোধিক মন্তব্য করার জন্য

৪) জিজ্ঞাসা ব্যাজ:

  • জিজ্ঞাসা লেভেল ১ – ১০ বা ততোধিক প্রশ্ন করার জন্য
  • জিজ্ঞাসা লেভেল ২ – ২৫ বা ততোধিক প্রশ্ন করার জন্য
  • জিজ্ঞাসা লেভেল ৩ – ৫০ বা ততোধিক প্রশ্ন করার জন্য
  • জিজ্ঞাসা লেভেল ৪ – ১০০ বা ততোধিক প্রশ্ন করার জন্য, এবং
  • জিজ্ঞাসা লেভেল ৫ – ১৫০ বা ততোধিক প্রশ্ন করার জন্য

৫) সাহায্যকারী ব্যাজ:

  • সাহায্যকারী লেভেল ১ – ১০ বা ততোধিক উত্তর প্রদানের জন্য
  • সাহায্যকারী লেভেল ২ – ২৫ বা ততোধিক উত্তর প্রদানের জন্য
  • সাহায্যকারী লেভেল ৩ – ৫০ বা ততোধিক উত্তর প্রদানের জন্য
  • সাহায্যকারী লেভেল ৪ – ১০০ বা ততোধিক উত্তর প্রদানের জন্য, এবং
  • সাহায্যকারী লেভেল ৫ – ১৫০ বা ততোধিক উত্তর প্রদানের জন্য

৬) প্রিয় ইউজার ব্যাজ:

  • প্রিয় ইউজার ১ – ১০ বা ততোধিক পছন্দসই টিপস রয়েছে
  • প্রিয় ইউজার ২ – ২৫ বা ততোধিক পছন্দসই টিপস রয়েছে
  • প্রিয় ইউজার ৩ – ৫০ বা ততোধিক পছন্দসই টিপস রয়েছে
  • প্রিয় ইউজার ৪ – ১০০ বা ততোধিক পছন্দসই টিপস রয়েছে, এবং
  • প্রিয় ইউজার ৫ – ১৫০ বা ততোধিক পছন্দসই টিপস রয়েছে

৭) প্রিয় ইউজার ব্যাজ:

  • প্রিয় টিপসার ১ – ১০ বা ততোধিক টিপস প্রিয় হবার জন্য
  • প্রিয় টিপসার ২ – ২৫ বা ততোধিক টিপস প্রিয় হবার জন্য
  • প্রিয় টিপসার ৩ – ৫০ বা ততোধিক টিপস প্রিয় হবার জন্য
  • প্রিয় টিপসার ৪ – ১০০ বা ততোধিক টিপস প্রিয় হবার জন্য, এবং
  • প্রিয় টিপসার ৫ – ১৫০ বা ততোধিক টিপস প্রিয় হবার জন্য

৮) ফলোয়ার ব্যাজ:

  • ফলোয়ার লেভেল ১ – ১০ বা তার বেশিজনকে অনুসরণ করার জন্য
  • ফলোয়ার লেভেল ২ – ২৫ বা তার বেশিজনকে অনুসরণ করার জন্য
  • ফলোয়ার লেভেল ৩ – ৫০ বা তার বেশিজনকে অনুসরণ করার জন্য
  • ফলোয়ার লেভেল ৪ – ১০০ বা তার বেশিজনকে অনুসরণ করার, এবং
  • ফলোয়ার লেভেল ৫ – ১৫০ বা তার বেশিজনকে অনুসরণ করার জন্য

৯) ফলোয়িং ব্যাজ:

  • ফলোয়িং লেভেল ১ – ১০ বা তার বেশিজনের দ্বারা অনুসারিত হবার জন্য
  • ফলোয়িং লেভেল ২ – ২৫ বা তার বেশিজনের দ্বারা অনুসারিত হবার জন্য
  • ফলোয়িং লেভেল ৩ – ৫০ বা তার বেশিজনের দ্বারা অনুসারিত হবার জন্য
  • ফলোয়িং লেভেল ৪ – ১০০ বা তার বেশিজনের দ্বারা অনুসারিত হবার, এবং
  • ফলোয়িং লেভেল ৫ – ১৫০ বা তার বেশিজনের দ্বারা অনুসারিত হবার জন্য

১০) সদস্যতা ব্যাজ:

  • সদস্যতার ১ বছর – ১ বছরের বেশি সময় ধরে সদস্য আছেন
  • সদস্যতার ২ বছর – ২ বছরের বেশি সময় ধরে সদস্য আছেন
  • সদস্যতার ৩ বছর – ৩ বছরের বেশি সময় ধরে সদস্য আছেন
  • সদস্যতার ৪ বছর – ৪ বছরের বেশি সময় ধরে সদস্য আছেন, এবং
  • সদস্যতার ৫+ বছর – ৫ বছর বা তার বেশি সময় ধরে সদস্য আছেন

অনেকেই পুরস্কারের জন্য এধরনের পয়েন্ট পদ্ধতি ব্যবহার করে থাকেন, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধুই পুরস্কার নয়। আমরা যেকোনো ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ডে নামমাত্র প্রতিযোগিতায় বিশ্বাসী নই। আগেই বলেছি আমাদের উদ্দেশ্য প্রযুক্তিকে বাংলা ভাষায় সবার কাছে তুলে ধরা যাতে করে প্রযুক্তিতে বাংলা ভাষার মান আরও উন্নত হতে পারে। আমরা শুধু সেই কৃতিত্বের ভাগীদার হতে চাই। পয়েন্ট পদ্ধতি চালু করা হয়েছে প্রযুক্তিতে আপনাদের অবদানের কথা মাথায় রেখে। আমরা আপনাদের অবদানকে সম্মানিত করতে চাই আর এজন্যই বিভিন্ন পদবীতে ভূষিত করা হবে এবং বিভিন্ন ব্যাজ দেওয়া হবে। সবাই জানবে প্রযুক্তিতে বাংলা ভাষায় আপনার অবস্থান কি এবং আপনার অবদান কতটুকু। এর পরেও যাদের অবদানকে আমাদের কাছে শ্রদ্ধনীয়, অনুকরণীয় এবং অনুসরণীয় মনে হবে তাদেরকে আমরা ব্যক্তিগত উদ্যোগে সম্মানিত করার চেষ্টা করবো। সেটা হতে পারে তাকে কোন পদক দিয়ে সম্মানিত করে বা যেকোনো ভালো কিছু করে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

সবশেষে, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের ব্লগে দিন এবং প্রযুক্তিকে এগিয়ে নিন নিজ ভাষাতেই। একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং প্রয়োজনে সাহায্য নিন। এক্সপার্টদের বলবো সাহায্য করতে যাতে করে নতুনরাও এগিয়ে যেতে পারে। জ্ঞান তখনই উত্তম যখন সেটা সকলের সাথে শেয়ার করা হয়।

মনের দুয়ার দিয়েছি খুলে
সেদিন নয় আর যে দূরে
প্রযুক্তিতে বাংলা এই বিশ্বে
একদিন রবে সবার শীর্ষে

চলো এগিয়ে, প্রযুক্তির সাথে আগামীর পথে

এখনো কোন মতামত দেওয়া হয় নাই

আপনার মতামত দিন

দি আপনার কোন বক্তব্য থেকে থাকে অথবা আপনি কোন কিছু সুপারিশ করতে চান অথবা বোঝার ক্ষেত্রে কোন সমস্যা হয়, নিশ্চিন্তে নিচে মতামত দিতে পারেন। দয়া করে স্প্যামিং করবেন না এবং কোন বাজে ভাষা ব্যবহার করবেন না। আমরা আপনাদের কাছ থেকে অর্থবহ এবং গঠনমূলক মতামত আশা করি।

* চিহ্নিত ফিল্ডগুলো আবশ্যক।