- ব্লগ তৈরি [পর্ব-০১] :: ডিজাইন করুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত
আসসালামু আলাইকুম।
আমি মেহেদী। কেমন আছেন সবাই? আশা করি ভাল। আমি আবার ফিরে এলাম নতুন কিছু নিয়ে, কিন্তু এটা নতুন বললে ভুলও হবে না আবার ঠিকও হবে না। কারণ, যারা নতুন তাদের কাছে নতুন, আর যারা শিখে গেছেন তাদের কাছে পুরাতন। অনেক কথা বললাম, এবার চলুন কাজের কথায় চলে যাই।
ব্লগ তৈরি সিরিজের এই টিউটোরিয়ালে অবশ্যই যা যা থাকা জরুরি:
- একটা জিমেইল আইডি
- একটা কম্পিউটার অথবা একটা এন্ড্রয়েড মোবাইল
- একটা এইচটিএমএল সাপোর্টেড ব্রাউজার
- একটু মনোযোগ, যেটা খুব জরুরি
বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সবারই একটা ব্লগ সাইট অথবা ওয়েব সাইট থাকা আবশ্যক। নিজের জ্ঞান থেকে সবাই সবকিছু শেয়ার করতে চায়। তাছাড়া, ব্লগ থাকাটা অন্যরকম একটা অনুভূতি। নিজের ইচ্ছামতো ব্লগে নিজের লেখা প্রকাশ করতে পারা একটা অন্যরকম অনুভুতি। অনেক কথা হলো, এখন চলুন টিউটোরিয়ালটা দেখা যাক।
ব্লগ তৈরি পর্ব-১ ভিডিও:
https://youtube.com/watch?v=fDZZkQnlkbg
যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন মন্তব্য বিভাগে।
আজ বিদায় নিচ্ছি ফিরে আসবো পরবর্তি পর্বের টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। আমি মেহেদী হাসান ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ্ হাফেয।
আমি ক্যাপাচাটা বুঝতে পারছি না, বার বার দেওয়া লাগে কেন জানতে পারি কি?
আমার প্রশ্ন হলো, ডোমেইন কি, কেন এটা লাগে? zip code কি? Post code কি? আমাকে একটু বলবেন ভাই…