আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীন ইন্টারনেট অফার, মেগা অফার!
আমরা জানি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় মোবাইল কোম্পানি গ্রামীনফোন (জিপি), এবং তাদের প্রতিনিয়ত ইন্টারনেট অফার থাকে। বিশেষ করে গ্রামীন ইন্টারনেট অফার সকল কোম্পানির চেয়ে বর্তমানে বেশি, এবং তাও আবার ৩জি ইন্টারনেট! কোন ২জি ইন্টারনেট অফার নেই। আবার পূর্বে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিভিন্ন ইন্টারনেট অফার থাকলেও তার কিছু অংশ শুধু ফেসবুকে দিয়েছে, এমন কি জিপিও দিয়েছে, এবং কিছু দিন আগেও ৫ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যেতে জিপির বন্ধ সিম অফারের আওতায়, কিন্তু আজ আপনাদের সাথে যা শেয়ার করবো ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট এবং এটা কোন ফেসবুক বা অন্য কোন বাধ্যবাধকতা নেই। আপনি যেকোন ভাবে ব্যবহার করতে পারবেন। শুধু ফেসবুকের জন্য কোন বাধ্যবাধকতা নেই এবং এখানে সম্ভবত ভ্যাট সহ সকল চার্জ সহ’ই টোটাল ৯ টাকার মত কাটবে। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই:
প্রথমে আপনার কোন গ্রামীণ সিম থাকলে সেই সিমটি এই অফারের আওতায় আছে কিনা তা জানতে পারেন অন্য যে কোন জিপি সিম থেকে এস.এম.এস এর মাধ্যমে। এ জন্য আপনি যে কোন জিপি সিমের মেসেজ অপশনে যান, এবং লিখুন BHK একটি স্পেস দিন, এবার আপনি যে ফোন নম্বারটি চেক করতে চান তা লিখুন তারপর সেন্ড করুন চার টা নয়তে ৯৯৯৯ এ, যেমন: BHK 01712345678 এবার সেন্ড করুন 9999 এ। তারা ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে আপনার ঐ নাম্বাররের সিমটি তাদের এই ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার আওতায় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মোবাইলে পর্যাপ্ত টাকা রেখে কল করুন *111*90# এই ভাবে। বার বার কল করুন তাহলে কিনা হয়ে যাবে, প্রতিবারের জন্য আপনার ব্যাল্যান্স থেকে ৯ টাকা চার্জ কাটবে, কিছু কিছু সিম থেকে 34 জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছে অনেকেই, আবার কিছু কিছু সিমে কমও হয়েছে তারপর আর ক্রয় করা যায় না। আমি আমার দুইটা সিমে ৬ জিবি পর্যন্ত ক্রয় করতে পেরেছি, শুধু একটি সিমে ৮ জিবি পর্যন্ত পেয়েছি তারপর আর আসে না, দেখুন আপনার টাতে কত জিবি পর্যন্ত কিনতে পারেন।
গ্রামীন ইন্টারনেট অফার সম্পর্কে কিছু বেসিক প্রশ্ন এবং উত্তর
১. আমার সিম অফারের আওতায় আছে, আমি মেসেজ দিয়ে চেক করেছি, কিন্তু সিমটির মেয়াদ শেষ, যার কারনে রিচার্জ করা যায় না, তাহলে আমি এখন কি করবো?
উত্তর: একটি ১০ টাকার কার্ড কিনুন, এবং তা রিচার্জ করুন, তাহলেই হবে।
২. এই অফারে কোন নিদিষ্টি পরিমান রিচার্জ করতে হবে?
উত্তর: না, যে কোন পরিমান রিচার্জ করতে পারেন, অথবা পূর্বে আপনার ব্যাল্যান্স থাকলে তা থেকেও কিনতে পারবেন।
৩. এই মেগাবাইটের মেয়াদ কত দিন থাকবে?
উত্তর: ১৫ দিন
৪. পরবর্তীতে মেয়াদ বাড়াতে পারবো?
উত্তর: হুম পারবেন, যে কোন প্যাকেজ কিনলে তার সাথে এ্যাড হয়ে মেয়াদ বেড়ে যাবে, তা ছাড়া আপনি জিপির ফ্রিগজি প্যাল্যানও ব্যবহার করতে পারেন।
৫. এই ইন্টারনেট অফার পেতে কত দিন বন্ধ থাকতে হবে?
উত্তর: এটা সিওর না, আর বন্ধ থাকতে হবে এমনও নয়, কারন আমি আমার সব সময় ব্যবহৃত সিমেও পেয়েছি, মনে হয় বিগত তিন মাসে ইন্টারনেট ব্যবহার হয়েছে কিন্তু ১৫০ কে.বি এর বেশি ব্যবহৃত হয়নি, এমন সিমে দেয়, কিন্তু বিষয়টি আমি সিওর না, আপনি মেসেজ করে চেক করে দেখুন, আপনার সিমটি এই ইন্টারনেট অফার আওতায় আছে কিনা।
আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা করবো, উপরে লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে, ব্যস্ততার মাঝে পোষ্টটি লিখলাম, একবার রিভিউও করার সময় পেলাম না, হয়তো ভুল থাকতে পারে, ধন্যবাদ।
এখন এটা হয় না, নতুন কি আছে? দয়া করে বলবেন?
ভাই এটাতো গত বছরের পোষ্ট 🙂 এখনতো কাজ না করাটাই সাভাবিক 😀
atar ki nirdisto somoy deua ase jemon 12-5ta amon.plz janan
না, এমন কোন সময় নির্ধারন করা নেই, আপনি যে কোন সময় ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ।
এখন কি এই অফার আছে?
ভাই নতুন অফার নাই ।
এখন তো ৫ টাকাই ৫০০ এম বি দিচ্ছে তো এটা বাদ হয়ে গেছে
এটি গত বছরের ডিসেম্বর মাসের পোস্ট। এখন অফারটি না থাকাটাই স্বাভাবিক। গ্রামীনফোনের যেকোনো অফার সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
৯ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার, এই মেয়াদের সাথে কোন অফার যোগ করলে ৩০ দিন মেয়াদ পাওয়া যাবে
নতুন কোন অফার আছে কি থাকলে দয়াকরে জানাবেন
এই লিংকে ক্লিক করে গ্রামীণফোনের যত অফার আছে সব জেনে নিন!
নতুন কোন অফার থাকলে জানাবেন ।
অফারটি অনেক আগের বলেই মনে হচ্ছে। যে কোনো টেলিকম অফার জানতে teleinfo24.com ভিজিট করুন।
ভাই অফার তো কাজ করছে না। আরোকোনো অফার থাকলে দেন।
এখন কি এই অফারটি আছে?
8801712345678 is not eligible for 500MB internet at Tk 5 offer. Thank you for being with Grameenphone.
এই অফার কত দিন চলছে? এবং কত দিন পর্যন্ত?
আমার নাম্বারে ৫০০ এমবি ৫ টাকায় দেখাচ্ছে। তাহলে আমি ২ জিবি কিভাবে ৯ টাকায় পাবো?
৯ টাকায় ৯ জিবি পাওয়া যায় কি?
আমার জিপি সিমে ২ মাস টাকা রিচার্জ করি না। এখন, আমি কি অফার পাবো?
অফারটি বর্তমানে নেই । নিয়মিত অফার আপডেট করুন ।
very nice
৯ টাকায় ২ জিবি এটা ছাড়া নতুন অফার থাকলে বলেন