ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে সেটাকে PNG ফরম্যাটে বানাতে চান? কিন্তু, ফটোশপ বা অন্যকোন ফটো এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারনা নেই আপনার? তাহলে, আজকের টিপসটি শুধুমাত্র আপনার জন্য!
আস-সালামু-আলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব। এই ওয়েবসাইটটি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে সেটাকে PNG ফরম্যাটে ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে! যারা ফটোশপ জানে না, তাদের জন্য দারুন একটি ওয়েবসাইট!
ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফাইলের কেন দরকার হয়?
আমরা জানি যে, কোন ছবির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে হলে সেটাকে PNG ফরম্যাটে সেভ করতে হয়। এতেকরে যেকোনো বস্তুর ছবিকে যেকোনো ব্যাকগ্রাউন্ডে সেট করা যায়। আমাদের অনেকেরই অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা আমাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফাইলের দরকার হয়। অনেকে ইউটিউবের জন্য বা অনেকে অন্য কোন কাজের জন্য PNG ফটো দরকার হয়।
কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফাইল তৈরি করবো?
ছবি এডিটিংয়ের জন্য ফটোশপ একটি জনপ্রিয় মাধ্যম। যারা ফটোশপ জানে তারা সহজেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফরম্যাট বানাতে পারে। কিন্তু, যারা জানে না, তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। এখানেই এই ওয়েবসাইটটি তাদের দরকার পরবে। ফটোশপ না জানলে বা অন্য কোন ফটো এডিটং সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে, অনেক সহজেই এই সাইটের মাধ্যমে শুধুমাত্র এক ক্লিকেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে! এটা অনেক নিখুঁতভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। খুবই সহজ একটা ওয়েবসাইট, এখানে ঢুকে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা সিলেক্ট করে OK -তে ক্লিক করুন তারপর দেখুন ম্যাজিক! ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যা করতে হবেঃ
- এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর, আপনার ছবি সিলেক্ট করে OK -তে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে!
- ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি ছবিটা PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
আজকে এই পর্যন্তই। বুঝতে কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা চাইলে আমার প্রোফাইল পেজ থেকে আমাকে অনুসরণ করতে পারেন। যেকোনো প্রয়োজনে আমাকে আপনার পাশে পাবেন, ধন্যবাদ।