রবিবার,  দুপুর ১:২৪  ♦  ১০ই নভেম্বর, ২০২৪ ইং, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ( হেমন্তকাল )
রবিবার,  দুপুর ১:২৪  ♦  ১০ই নভেম্বর, ২০২৪ ইং, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ( হেমন্তকাল ), ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

teleinfo24
  • 10 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি teleinfo24.com থেকে একজন টেলিবার্তা বাহক বলছি। আপনি যে অপারেটর ব্যবহার করছেন তা কি আপনাকে সকল সুবিধা দিচ্ছে বা আপনি সেই সুবিধা সম্পর্কে অবগত আছেন? উত্তর চাইলে ভিজিট করুন টেলিইনফো২৪.কম বাংলাদেশী ফাস্ট আপডেটেড টেলিনিউজ পোর্টাল

৫ বছর ২ মাস ১৯ দিন আগে

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ইন্টারনেট ৭৯৭০ বার

গ্রামীনফোনে ৮ জিবি প্যাকের সাথে ৮ জিবি ফ্রি দাম হাতের নাগালেই

অ-
অ+

ইন্টারনেট এর খরচ কমানোর সবচেয়ে সহজ মাধ্যম প্রকাশিত হল। গ্রামীফোনে ৮ জিবির সাথে ৮জিবি ফ্রি। সাথে থাকছে গ্রামীনের মোডেম এবং রাউটার। এখনি দেখুন আর বুঝে নিন আপনার অফার।

বিজ্ঞাপন

 

ডিভাইস মূল্যঃ

জিপি থ্রিজি পকেট রাউটার: খুচরা মূল্য ৩,৯৪৫ টাকা

জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা

৮ জিবি প্যাকের সাথে ৮ জিবি ফ্রি

ডাটা বান্ডেল অফারঃ

  • ৮জিবি প্যাকের সাথে ৮জিবি ভলিউম বোনাস  ৯৫০ টাকায় (এসডি+ভ্যাট+এসসি ছাড়া) এবং এসডি+ভ্যাট+এসসিসহ এর মূল্য ১১৫৬.৬৩ টাকা।
  • ৮জিবি প্যাকের মেয়াদ ৩০ দিন ও বোনাস ৮জিবি ভলিউমের মেয়াদ ৭ দিন।
  • শুধুমাত্র নতুন জিপি থ্রিজি পকেট রাউটার (জেডটিই এমএফ৬৫এম) ও জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার – জেডটিই এমএফ ৭০এম ক্রয়ে সকল জিপি প্রিপেইড ও টিপসপেইড গ্রাহকের (পিসিও প্রোডাক্ট – জিপিপিপি, বিপিও, ভিপি ছাড়া) জন্য অফারটি প্রযোজ্য।

শর্তাবলিঃ

  • নতুন রাউটার কিনলে উক্ত গ্রাহক ক্যাম্পেইন বান্ডেল অফার প্রযোজ্য গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড হবেন। কোনো গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড না হলে ট্যাগিংয়ের জন্য ‘DR’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে। অটো-ট্যাগিংয়ের জন্য কোনো চার্জ নেই।
  • ৮জিবি ইন্টারনেট প্যাক কিনতে ও ৮জিবি ইন্টারনেট বোনাস পেতে ‘Router’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে।
  • ২ মাস যাবত ক্যাম্পেইন ট্যাগিং চলবে এবং গ্রাহক এসএমএস রেজিস্ট্রেশনের পর পরবর্তী ৬ মাসে সর্বোচ্চ ৬ বার এই হ্রাসকৃত মূল্যের ডাটা কিনতে পারবেন।
  • ক্যাম্পেইন শুরুর দিনের পর কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগড হলে, তিনি পরবর্তী ৬ মাস অফারটি উপভোগ করতে পারবেন।
  • একই গ্রাহক একাধিক সিম ট্যাগিংয়ের চেষ্টা করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে। প্রযোজ্য ডাটা খরচ করার সময় গ্রাহককে রাউটার + সিম বান্ডেল হিসেবে ব্যবহার করতে হবে।
  •  ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#
  • মেয়াদ থাকা অবস্থায় ভলিউম কোটা শেষ হওয়ার পর থেকে প্রতি ১০ কিলোবাইট-এর জন্য ২০০ টাকা পর্যন্ত ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য।
  • গ্রাহক কতবার অফারটি উপভোগ করেছেন, জানতে “Check Router” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ইন্টারনেট অফারটি বন্ধ করতে Stop লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
  • ৬ষ্ঠবারের মতো নেয়ার পর এই অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং অফারটি নেয়ার চেষ্টা একটি এসএমএস-এর মাধ্যমে বাতিল করা হবে।
  • কোনো অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়।
  • জেডটিই-এর বিক্রয় পরবর্তী সেবা পলিসি অনুযায়ী গ্রাহক বিক্রয়োত্তর সেবা পাবেন।
  • ১২১ নম্বরে ডায়াল করে গ্রাহক বিস্তারিত জেনে নিতে পারেন।
  • ক্যাম্পেইনটি ২২ অক্টোবর  পর্যন্ত চলবে।

পূর্বে প্রকাশিত

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

সকল মতামত (১)

  • M A Khan Sumon নভেম্বর 24, 2016; 7:07 পূর্বাহ্ন এ

    It is very good system