রবিবার,  রাত ৩:১৯  ♦  ৬ই অক্টবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল )
রবিবার,  রাত ৩:১৯  ♦  ৬ই অক্টবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল ), ২রা রবিউস-সানি, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

teleinfo24
  • 9 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি teleinfo24.com থেকে একজন টেলিবার্তা বাহক বলছি। আপনি যে অপারেটর ব্যবহার করছেন তা কি আপনাকে সকল সুবিধা দিচ্ছে বা আপনি সেই সুবিধা সম্পর্কে অবগত আছেন? উত্তর চাইলে ভিজিট করুন টেলিইনফো২৪.কম বাংলাদেশী ফাস্ট আপডেটেড টেলিনিউজ পোর্টাল

৫ বছর ১ মাস ২ সপ্তাহ আগে

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ইন্টারনেট বোনাস
মোবাইল ১০৮৬১ বার

বাংলালিংকে ২৯ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট বোনাস!! বুঝে নিন আপনারটাও

অ-
অ+

আপনার জন্য আছে দারুণ সুখবর! এখনই নতুন বাংলালিংক সংযোগে রিচার্জ করুন ২৯ টাকা আর পেয়ে যান ৫ জিবি ইন্টারনেট বোনাস একদম ফ্রি! সাথে অসাধারণ কলরেট আর আরো অনেক এক্সক্লুসিভ সার্ভিস!!

বিজ্ঞাপন

রিচার্জেই সর্বমোট ৫ জিবি ইন্টারনেট বোনাস

আপনি নতুন গ্রাহক হলে, আপনি মোট ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন, প্রথমবারের মত ২৯ টাকা রিচার্জ করলে। অফারটি একবারই উপভোগ করা যাবে।

নতুন গ্রাহকরা ৫ জিবি ইন্টারনেট বোনাস দুই কিস্তিতে উপভোগ করতে পারবেন, প্রতিবার ২.৫ জিবি করে। আপনি প্রথম ২.৫ জিবি পাবেন ২৯ টাকা রিচার্জের পর আর দ্বিতীয় কিস্তি পাবেন ২৯ টাকা রিচার্জের ৩১তম দিনে। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*78#

প্রতি ২.৫ জিবি বোনাস থেকে ২ জিবি রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে আর বাকি 0.৫ জিবি দিনরাত ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে।

প্রতি ২.৫ জিবি ইন্টারনেটের মেয়াদ বোনাস প্রাপ্তির দিনসহ ৭ দিন।

নতুন সংযোগে মাত্র টাকা ২৯ রিচার্জ করলেই পাবেন সেরা কলরেট

আপনি যদি ২৯ সেপ্টেম্বর, ২০১৬ বা এরপর বাংলালিংক নতুন সংযোগ ব্যবহার করা প্রিপেইড সাবস্ক্রাইবার হন তাহলে এই অফারটি আপনার জন্য প্রযোজ্য।

নতুন গ্রাহকরা ঠিক ২৯ টাকা/৩৯ টাকা/৫৯ টাকা রিচার্জ করে বাংলালিংক নাম্বারে ০.৫ পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকন্ড রেটে ১ সেকেন্ড পালস সহ স্পেশাল ট্যারিফ উপভোগ করতে পারবেন। শুধুমাত্র প্রথমবার ৩৯ টাকা এবং ৫৯ টাকা রিচার্জে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে।
অফার চলাকালীন সময়ে ৩৯ টাকা এবং ৫৯ টাকা রিচার্জ অন্য বাংলালিংক গ্রাহকদের জন্য বন্ধ থাকবে।

২৯ টাকা এবং ৩৯ টাকা রিচার্জে স্পেশাল ট্যারিফের মেয়াদ ১৫ দিন এবং ৫৯ টাকা রিচার্জে মেয়াদ ৩০ দিন।

এছাড়াও প্রথমবার ৩৯ টাকা এবং ৫৯ টাকা রিচার্জ করে যথাক্রমে ৩৯ মিনিট এবং ৫৯ মিনিট টকটাইম বোনাস পাবেন। বোনাস মিনিট চেক করতে ডায়াল *124*7#

৩৯ টাকা অথবা ৫৯ টাকা রিচার্জে বোনাসের মেয়াদ যথাক্রমে ১৫ দিন এবং ৩০ দিন। বোনাস টক টাইম যেকোন লোকাল নাম্বারে ব্যবহার করা যাবে (FnF এবং SFnF ব্যতীত)।

বোনাস ব্যবহারে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য নয়।

এই অফারটি উপভোগ করার সময়ে গ্রাহকরা অন্য কোন স্পেশাল ট্যারিফ বা বোনাস উপভোগ করতে পারবেন না।

নতুন গ্রাহকরা *166*345# ডায়াল করে আনসাবস্ক্রাইব করতে পারবেন যা ঐ দিন রাত ১২টার পর কার্যকর হবে।

ডি-রেজিস্ট্রেশন করার পরও যদি আপনি ঐ দিন রাত ১২টার আগে ২৯ টাকা রিচার্জ করেন তবে আপনি ১৫ দিন মেয়াদে স্পেশাল ট্যারিফ পাবেন
আনসাবস্ক্রাইব করার পর পুনরায় অফারটি নিতে পারবেন না।

ডি-রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার পূর্ববর্তী ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।

এই ট্যারিফ প্ল্যানে পুনরায় মাইগ্রেট করতে ডায়াল করুন *999*1*146# এবং ঠিক ২৯ টাকা রিচার্জ করুন।

নতুন গ্রাহকরা প্যাকেজ ট্রান্সফারের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ডি-অ্যাক্টিভেট হবে

আরো নতুন নতুন অফার পেতে Teleinfo24 ওয়েবসাইটটি ভিজিট করুন

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

সকল মতামত (২)

  • কাউছার জুলাই 22, 2017; 10:35 পূর্বাহ্ন এ

    আমার সিমে ২৯ টাকা রিচার্জ করছি, কিন্তু কোন এমবি পাই নাই! এখন আমি কি করবো? আপনার মতামত দিলে ভালো হয়।

    • ইফতেখার জুলাই 24, 2017; 3:55 অপরাহ্ন এ

      এই পোস্টটি করা হয়েছিলো প্রায় নয় মাস আগে। অর্থাৎ, এই অফারটিও নয় মাস আগের। এত দীর্ঘ সময় ধরে কোন অফার চালু থাকে না এটা নিশ্চয় আপনার অজানা না। অফার জাতীয় পোস্টের ক্ষেত্রে সবসময় পোস্টের তারিখ খেয়াল করে নিবেন অথবা নিশ্চিত হয়ে নিবেন অফারটি এখনো ভ্যালিড আছে কিনা। তাহলে আর এই ধরনের দ্বিধায় পরবেন না।