আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুল্লিল্লাহ্ ভালো আছি। আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো হয়তো তা হেডলাইন থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন, চেয়ে ছিলাম যাতে হেডলাইন দেখেই বুঝতে পারে এমন একটি হেডলাইন দিতে, কিন্তু ছোট করে কোন আইডিয়া মাথায় আসতেছে না, আবার সম্পূর্ণটা লিখতে গেলেও টাইটেল দুই/তিন লাইনের হয়ে যাবে, তাই ওখানে শুধু আংশিক কিছু ইঙ্গিত দিয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট আছে, তারা সহজেই বিষয়টি জানার কথা। আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কেউ রেজিস্ট্রেশন করলে অথবা কেউ কমেন্ট করলে অথবা যে বিষয়ই হোক, আপনার সাইট থেকে যদি অটো কোন ইউজারের কাছে ইমেইল যায় তা সাধারনত দেখা যায় ওয়ার্ডপ্রেস নামে থাকে! অথচ নামটা থাকা উচিৎ ছিলো আপনার সাইটের! মানে কারো কাছে ইমেইল গেলে শো করে WordPress থেকে একটি ইমেইল এসেছে, অথচ সেখানে আপনার সাইটের নাম যেমন: tips4blog থেকে ইমেইল এসেছে এমন হওয়া উচিৎ ছিলো। কিন্তু, এটা ডিফল্ট ভাবে থাকে না, এটা পরিবর্তন করতে হলে আপনাকে কোডিং জানতে হবে। কোডিং না জানলে এটি আপনি করতে পারবেন না। তাই যারা কোডিং না জানেন তাদের কথা চিন্তা করে আমি একটি প্লাগিন তৈরী করলাম, যাতে যাদের কোন কোডিং জ্ঞান নেই, তারাও যেন সহজেই এই নামটি পরিবর্তন করে তাদের নিজেদের সাইটের নাম দিতে পারে। আরো একটি সুবিধা এটার সাথে যোগ করেছি, শুধু নামই না, চাইলে আপনি ইমেইল পরিবর্তনও করতে পারবেন। এখানে আপনি চাইলে একটি ভুয়া ইমেইল ব্যবহারও করতে পারবেন। মনে করুন, আপনি আপনার সাইটের নামের ঘরে লিখে দিলেন গুগল এবং ইমেইল এর যায়গাতে দিলেন admin@gmail.com 😛 তাহলে আপনার সাইট থেকে ইউজারদের কাছে ইমেইল যাবে, Gmail থেকে একটি ইমেইল এসেছে admin@gmail.com থেকে 😀 তবে, এই ধরনের বিষয় ব্যবহার না করাই ভালো, কারন আপনি অন্য কারো নাম ব্যবহার করলে ইউজার বুঝতেই পারবে না এটা আপনার সাইটের ইমেইল, যার কারনে আপনার সাইটেও সে আসবে না, আবার ভুয়া নাম, ইমেইল ব্যবহার করলে ইমেইল কম্পানিও আপনাকে spam এর লিস্টে ফেলতে পারে। তাহলে আর বড় করবো না।
প্লাগিনটি নাম: CB Change Mail Sender
ডাউনলোড সরাসরি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট থেকে: CB Change Mail Sender
প্লাগিনটি ব্যবহার নিয়ম
প্রথমে প্লাগিনটি ইন্সটল করুন, এবার একটিভ করুন তাহলেই ডান পাশে একটি অপশন দেখতে পাবেন CB Mail Sender.
এবার এখানে দেখুন দুইটি ঘর আছে, উপরের ঘরে নাম লিখুন, যে নামে ইউজার মেইলটি দেখতে পাবে, এবং নিচের ঘরে ইমেইল লিখুন যে মেইলটি ইউজার দেখতে পাবে, যারা একদমই নতুন তারা না বুঝে থাকলে উপরের ঘরে আপনার সাইটের নাম লিখুন যেমন: tips4blog , এবং নিচের ঘরে ইমেইল লিখুন: no_reply@yoursite.com. এখানে yoursite এর যায়গাতে আপনার সাইটের ঠিকানা লিখবেন, অবশ্যই https:// এবং www ব্যবহার করবেন না। তারপর Save Changes এ ক্লিক করে সেভ করুন ব্যাস কাজ শেষ।
এখন থেকে আপনার দেয়া নামে ইউজাররা ইমেইল পাবে, উদাহরন হিসেবে নিচের ইমেজটি দেখতে পারেন।