মঙ্গলবার,  সকাল ৭:২০  ♦  ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ( )
মঙ্গলবার,  সকাল ৭:২০  ♦  ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ( ), ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

এমন কোন পদ্ধতি আছে? আমি নিদিষ্টি কোন লিংক ডিলিট করে ফেলবো?

আপনার জিজ্ঞাসাবিভাগ: ওয়ার্ডপ্রেসএমন কোন পদ্ধতি আছে? আমি নিদিষ্টি কোন লিংক ডিলিট করে ফেলবো?
মোঃ আবুল বাশার প্রশ্ন করেছে ৮ বছর আগে

এমন কোন পদ্ধতি আছে? আমি নিদিষ্টি কোন লিংক ডিলিট করে ফেলবো? যদিও এখানে রিপলেস ব্যবহার করে, নতুন ট্রেক্সের যায়গাতে স্পেস দিলেও হয়। কিন্তু এটা সঠিক পদ্ধতি কিনা জানি না।

মানে আমার সাইটে অনেক আগে যত টিপস করতাম, সকল টিপসের ডাউনলোড লিংক দিতাম জিদ্দু ডট কমের, কিন্তু গুগল এখন ঐ লিংক রিমোভ করতে বলে সাইট থেকে, নয়তো আমার সাইটে ভারাইাস পায়, কিন্তু বর্তমানে তো সম্ভব না, যে, পূর্বের সকল টিপস এডিট করে সেই লিংক রিমোভ করা, বা কোন কোন টিপসে আছে তাওতো জানি না। তাই এমন কোন ফাংশন আছে? যেটা আমি ব্যবহার করলে আমার সাইটে যত টিপস আছে সকল টিপস অটো সার্চ করবে, এবং যে টিপস গুলোতে ঐ সাইটের লিংক পাবে, সেই লিংক গুলো রিমোভ করে ফেলবে?

১ টি উত্তর
সেরা উত্তর
ইফতেখার উত্তর দিয়েছে ৮ বছর আগে

আপনি রিপ্লেস ফাংশনটিতে নতুন ট্রেক্সের যায়গাতে স্পেস দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। আমার মনে হয় না এটা বেঠিক পদ্ধতি। এটা ছাড়া Search Regex প্লাগিনটা আপনাকে সাহায্য করতে পারে। এই লিংক চেক করলে কিছুটা বুঝতে পারবেন আশা করি।

মোঃ আবুল বাশার উত্তর করেছে ৮ বছর আগে

অনেক ধন্যবাদ, কস্ট করার জন্য।