বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭:২১  ♦  ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল )
বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭:২১  ♦  ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল ), ৯ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

কাস্টোম সার্চবক্স তৈরী করার জন্য হেল্প দরকার

আপনার জিজ্ঞাসাবিভাগ: ওয়ার্ডপ্রেসকাস্টোম সার্চবক্স তৈরী করার জন্য হেল্প দরকার
মোঃ আবুল বাশার প্রশ্ন করেছে ৯ বছর আগে

আমার একটি সার্চ বক্স নিদিস্ট একটি কাস্টোম পোস্টের জন্য তৈরী করা দরকার, সেই কাস্টোম টিপসে আবার তিনটি ট্যাক্সনোমি (ক্যাটাগরী)  রেজিস্ট্রার করা আছে।

এমন একটি সার্চ বক্স তৈরী হবে, যেখানে প্রথমে একটি ইনপুট বক্স থাকবে, এরপর তিনটি সিলেক্ট (ড্রপডাউন) অপশন থাকবে, যা ঐ রেজিস্ট্রারকৃত তিনটি ট্যাক্সনোমির লিস্ট শো করবে।

ভিজিটর প্রথম ইনপুট ঘরটিতে তার প্রয়জনীয় নামটি লিখবে, এরপরের মেনু তিনটি থেকে তিনটি অপশন সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে রেজাল্ট শো করবে।

উদাহরন: মনে করুন, কাস্টোম টিপসের নাম: প্রোডাক্ট, এবং তার আন্ডারে তিনটি টেক্সনোমি আছে, টি-শার্ট, সাইজ,  বয়স, যখন ভিজিটর সার্চ করবে, তখন সে প্রথমে ইনপুট ঘরে একটি নাম লিখবে, এবং তিনটি মেনু থেকে আর তিনটি বিষয় সিলেক্ট করে সার্চে ক্লিক করবে, যেমন: সপিং সাইট গুলোতে থাকে। যদিও আমার সপিং সাইট না, বুঝানোর সুবিধার্থে সপিং সাইটের উদাহরন দিলাম।

৫ টি উত্তর
মোঃ আবুল বাশার উত্তর দিয়েছে ৯ বছর আগে

এটা দিয়ে মনে হয় করা যাবে, কিন্তু পিএইচপি কম জানার কারনে বুঝতেছি না, যদি  কেহ পারেন, এটা দেখেও হেল্প করতে পারেন, এখানে ডকুমেন্টেশন দেয়া আছে, কিন্তু পিএইচটিতে আমি আবার একটু কাচা, ডকুমেন্টেশনটা বাংলায় থাকলে উপকৃত হইতাম 😀 আর এটা একটি ভিডিও আছে ইউটুবে, কিন্তু তা অনেক পুরানো ভার্সনের, নতুন ভার্সনের সাথে মিলে না।
https://wpadvancedsearch.com/

মোঃ আবুল বাশার উত্তর করেছে ৯ বছর আগে

বিষয়টার জন্য হেল্প করার কেহ নেই? 🙁

Shahindranath উত্তর করেছে ৯ বছর আগে

আমি এখানে সম্পূর্ণভাবে নতুন তাই সকলের সহযোগীতার প্রয়োজন,কিভাবে সহযোগীতা পেতে পারি?

TiPS4BLOG উত্তর করেছে ৯ বছর আগে

লগিন করে অ্যাডমিন প্যানেলে গিয়ে সেখানে প্রশ্ন ও উত্তর বিভাগে আপনি কি সহযোগিতা চান তা লিখে পাবলিশ করুন।

ইফতেখার উত্তর দিয়েছে ৯ বছর আগে

একটা প্লাগিন আছে, কিন্তু আমি কখনো ইউজ করি নাই। আপনি চেক করে দেখতে পারেন। প্লগিনের নাম: Beautiful taxonomy filters

মোঃ আবুল বাশার উত্তর করেছে ৯ বছর আগে

দেখি চেস্টা করে, পারি কিনা। ডাটাবেজের কাজ শেখার ভালো কোন বাংলা টিউটোরিয়া আছে আপনার জানা মতে?

মোঃ আবুল বাশার উত্তর করেছে ৯ বছর আগে

এটা দিয়ে আমি যেভাবে চাচ্ছি সেভাবে মনে হয় সম্ভব হবে না। এটা দেখে চেস্টা করলাম, কিন্তু কোন ডাটা শো করে না।মোটামুটি এখানে সাজিয়ে বলা আছে দেখলাম।http://tuts.nanodesignsbd.com/advanced-search-in-wordpress/

মোঃ আবুল বাশার উত্তর দিয়েছে ৯ বছর আগে

ভাই এই কোডটি দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু কাজ হচ্ছে না, বুঝতে পারলাম না, তবে এখানে মোটামুটি সহজে বোঝানো আছে, কিন্তু কেমন যেন আমাকে দিয়ে কিছু হবে না 🙁 এক ভাই এই কোডটি দিয়ে চেস্টা করতে বলল, কিন্তু পারলাম না।
https://pastebin.com/jE0eS5H2
 
আমি এই ভাবে চেষ্টা করে ছিলাম

<?php
$args = array( 'post_type' => 'results', 'tax_query' => array( 'relation' => 'AND', array( 'taxonomy' => 'Year', 'field' => '2015', 'terms' => 'cb_result_year' ), array( 'taxonomy' => 'Class', 'field' => 'Eight', 'terms' => 'cb_result_class' ), array( 'taxonomy' => 'Semester', 'field' => '1st Semester', 'terms' => 'cb_result_semester' ), ), );
$query = new WP_Query( $args );

if($query->have_posts()) :
	while ($query->have_posts()) : $query->the_post();
		the_title();
	endwhile;
else :
	echo '<h2>sorry don\'t have any post</h2>';
endif;
?>
মোঃ আবুল বাশার উত্তর দিয়েছে ৯ বছর আগে

এক ভাই এই কোডটি দিলো, এবং সে নাকি সাকসেস হয়েছে, কিন্তু সবতো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে 🙁
https://pastebin.com/bbHcyGDe এখানে শুধু compare টা হবে না। এটা নাকি সে কেটে দিছে।
এই কোড ব্যবহার করে তার করা ফর্মটি https://goo.gl/gPhKXX 🙁 গিবনে কিছুই কি পারুম না 🙁 :'(

মোঃ আবুল বাশার উত্তর দিয়েছে ৯ বছর আগে

ভাই অনেক দিন পর একটি সোর্স পেলাম, কিন্তু এখানে তেমন কিছু বুঝলাম না, যদি একটু সাহায্য করতেন এখানে কোডটির কাজ কি? বা আমি যেটা করতে চাই সেটা এটা দিয়ে সম্ভব কিনা? মনে আছে কিনা আপনার জানি না, আমি একটি ডায়নামিক রেজাল্ট পেজ তৈরী করার চেস্টা করতেছি কিন্তু এখনও সাকসেস হইতে পারি নাই 🙁
https://gist.github.com/luetkemj/2023628