সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে। আজকে কি নিয়ে লিখবো আশা করি শিরোনাম দেখেই বুঝে গেছেন।
বর্তমানে উইন্ডোজের সর্বশেষ ভার্শন হল উইন্ডোজ ১০। আমার কাছে ভালই লাগে, তবে সমস্যা হল উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধের অপশন নেই! তাই যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের হয়তো প্রবলেম হবে না, তবে যারা মডেম ব্যবহার করেন তাদের জন্য একটা বিরাট দুঃসংবাদ! তাই, ভাবলাম কি করে অন্য উপায়ে এই উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ করবেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তবে এই উপায়ে যেকোনো উইন্ডোজের অটো আপডেট বন্ধ করা যায়।
যাহোক কাজের কথায় আসি…
নিচের ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন:
না বুঝলে নিচের উপায় অবলম্বন করুন:
উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধের উপায়
প্রথমে আপনার পিসির Run কমান্ডে গিয়ে টাইপ করুন gpedit.msc এবং এন্টার প্রেস করুন। এরপর নিচের পদ্ধতি ফলো করুন:
Computer Configuration > Administrative Templates > Windows Components যাবার পর ডান দিক থেকে Windows Update খুজে বের করে ক্লিক করুন। না বুঝলে ছবির দিকে খেয়াল করুন:
এরপর Configure Automatic Updates-এ ক্লিক করুন। না বুঝলে ছবির দিকে খেয়াল করুন:
এখন দেখুন নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে Disable-এ ক্লিক করে OK বাটনে প্রেস করুন।
ব্যাস কাজ শেষ! উইন্ডোজ ১০ এ অটো আপডেট এখন বন্ধ! আবার যদি অটো আপডেট অন করতে চান তাহলে উল্টো পদ্ধতি অনুসরন করুন।
প্রথমে আমি এই টিপস লিখেছিলাম anytechtune.com-এ। যদি আপনাদের ভালো লাগে আশা করি একবার হলেও anytechtune.com ঘুরে আসবেন।
Disable karar paro net pele abar enable hoya jay