বুধবার,  সকাল ৯:২২  ♦  ৯ই জুলাই, ২০২৫ ইং, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ( )
বুধবার,  সকাল ৯:২২  ♦  ৯ই জুলাই, ২০২৫ ইং, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ( ), ১৪ই মহররম, ১৪৪৭ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

maratikbd
  • 2 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি maratikbd, আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়ার লক্ষ্যে TiPS4BLOG সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। Blog : http://anytechtune.com

৯ বছর ২ মাস ১৫ দিন আগে
উইন্ডোজ ১০ অটো আপডেট

উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ করার কার্যকরী উপায়

এপ্রিল 24, 2016 4:07:55 পূর্বাহ্ন ( ৯ বছর ২ মাস ১৮ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

whm panel
টিউটোরিয়াল ৭৯৯২ বার

ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ কিভাবে হোস্টিং প্যাকেজ তৈরি করবেন

অ-
অ+

সবাকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিপস লেখা শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা যারা একেবারেই নতুন বা যারা নতুন রিসেলার অ্যাকাউন্ট নিয়েছেন কিন্তু কি করে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা হোস্টিং প্যাকেজ তৈরি করতে হয় জানেন না তাদের জন্য আজকের এই টিপস। আজকে আপনাদের সামনে আলোচনা করবো কি করে হোস্টিং প্যাকেজ অ্যাড করবেন ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ। পরে এই বিষয়ে আরও টিপস লিখবো ইন-শা-আল্লাহ্‌।

বিজ্ঞাপন

নিচের ভিডিওটি ভালো করে দেখুন আশা করি বুঝতে পারবেন।

এরপরেও না বুঝলে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন:

ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ হোস্টিং প্যাকেজ তৈরির পদ্ধতি

  1. প্রথমে আপনার WHM এ লগিন করুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। যেমন, আপনার ডোমেইন নেম যদি https://example.com হয় তাহলে https://example.com/whm অথবা https://example.com:2086/ এই লিংকে যান। আপনি চাইলে ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) এ আই পি দিয়েও লগিন করতে পারবেন। তবে আপনি যেহেতু নতুন তাই এভাবেই করুন। এরপর দেখুন নতুন পেজ ওপেন হয়েছে।
  2. এরপর বাম পাশে লক্ষ্য করুন Packages নামে একটা মেনু আছে। ওখানে Add a package এ ক্লিক করুন।
  3. এরপর দেখুন নিচের ছবির মত একটা পেজ আসবে।
  4. এখন দেখি বিস্তারিত :
    • এখানে আপনি আপনার ইচ্ছা মত একটা প্যাকেজ এর নাম দিন।
    • এখন এই প্যাকেজ এর ভলিওম কত হবে এখানে দিন। অবশ্যই মেগা বাইট এ দিবেন। মানে হল যদি এক জিবি হয় তাহলে দিবেন ১০২৪
    • এই প্যাকেজে কত জিবি বা মেগা ব্যান্ডউইথ দিবেন সেটা এখানে দিতে হবে।
    • এরপর ৪ থেকে ১০ এ আপনার ইচ্ছা মত সংখ্যা বসিয়ে দিন। এ বিষয়ে বিস্তারিত কিছু লিখলাম না কারন বিস্তারিত লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে। তবে আশা করি আপনি যেহেতু আপনি রিসেলার নিয়েছে সুতরাং এ বিষয় গুলো জানেন।
    • সবশেষে Add এ ক্লিক করুন।

ব্যাস! WHM এ হোস্টিং প্যাকেজ তৈরি হয়ে গেল। এর পরের টিপসে কি করে অ্যাকাউন্ট তৈরি করবেন বা সি-প্যানেল তৈরি করবেন তা নিয়ে আলোচনা করবো।

এখানে কোন কিছু না বুঝলে আশা করি মন্তব্য করবেন।

পূর্বে প্রকাশিত

 

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

সকল মতামত (১)

  • Teleinfo24 আগস্ট 26, 2016; 11:40 পূর্বাহ্ন এ

    ধন্যবাদ ভাই