শনিবার,  রাত ১:১৮  ♦  ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ( শরৎকাল )
শনিবার,  রাত ১:১৮  ♦  ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ( শরৎকাল ), ১৪ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

rubel4011
  • 1 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি RUBEL 4011, আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়ার লক্ষ্যে TiPS4BLOG সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি।

৪ বছর ১ মাস ১ সপ্তাহ আগে

*** এটি এই ব্লগে আমার প্রথম টিপস! ***

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

জিপি ইন্টারনেট 3 জিবি
ইন্টারনেট ৪৫৮৭ বার

জিপি ইন্টারনেট 6 জিবি অফার শুধুমাত্র 148 টাকা – বৈধতা 7 দিন

অ-
অ+

বর্তমান সময়ে গ্রামীণফোন তাদের গ্রাহককে দিচ্ছে জিপি ইন্টারনেট 148 টাকায় 6GB (3GB রেগুলার + 3GB 4G)। অফারটি পেতে নিচের নির্দেশনাবলী ফলো করুনঃ

বিজ্ঞাপন

গ্রামীণফোন তাদের গ্রাহককে দিচ্ছে 6 জিবি জিপি ইন্টারনেট। এই ইন্টারনেট প্যাকেজটি পাবেন সকল গ্রামীণফোন গ্রাহকগন। তবে, এই অফারটি পেতে আপনাকে কিছু শর্ত এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো। তো চলুন শুরু করা যাক…

জিপি ইন্টারনেট 3 জিবি অফার শর্তাবলী:

  1. আপনাকে গ্রামীণফোন এর গ্রাহক হতে হবে।
  2. আপনাকে ব্যালেন্স থেকে 148 TK +SD, VAT & SC কেটে নেওয়া হবে।
  3. পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফার চলব।
  4. প্যাকেজটি এক্টিভ করতে ডায়াল করুন *121*3262#
  5. 6 জিবি (3GB Regular Data + 3GB 4G data only) প্যাকেজটি মেয়াদ 7 দিন।
  6. ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেলে পরবর্তী 5 MB ইন্টারনেট এর জন্য 1.12 TK. এটা পাবেন পরবর্তী 200 MB পযর্ন্ত।
  7. নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্যাকটি পুনরায় ক্রয় করতে পারবেন।
  8. ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#
  9. এই প্যাকটি অটো রিনিউয়েবল না।
  10. তবে “Skitt” কাস্টমাররা এই অফার পাবেন না।

আশা করি জিপি ইন্টারনেট 6 জিবি অফার টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে টিপসটি শেয়ার করতে ভুলবেন না।

নতুন নতুন অফার সর্ম্পকে জানতে ভিজিট করুন টেলে অফার বিডি

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

এই টিপসের জন্য এখনো কোন মতামত দেওয়া হয় নাই

আপনার মতামত দিন

দি আপনার কোন বক্তব্য থেকে থাকে অথবা আপনি কোন কিছু সুপারিশ করতে চান অথবা বোঝার ক্ষেত্রে কোন সমস্যা হয়, নিশ্চিন্তে নিচে মতামত দিতে পারেন। দয়া করে স্প্যামিং করবেন না এবং কোন বাজে ভাষা ব্যবহার করবেন না। আমরা আপনাদের কাছ থেকে অর্থবহ এবং গঠনমূলক মতামত আশা করি।

* চিহ্নিত ফিল্ডগুলো আবশ্যক।