মঙ্গলবার,  রাত ৯:২৬  ♦  ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ( )
মঙ্গলবার,  রাত ৯:২৬  ♦  ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ( ), ১লা জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

runbd24-com
  • 26 টি টিপস
About Author
(পদবী - অগ্রজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি runbd24.com, আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়ার লক্ষ্যে TiPS4BLOG সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি।

৯ বছর ৪ মাস ১০ দিন আগে

টেলিটকে ঈদ ইন্টারনেট অফার ১জিবি ৫০টাকা আর ৩জিবি ৯৯টাকা

সেপ্টে. 12, 2016 3:50:46 অপরাহ্ন ( ৮ বছর ২ মাস ২৪ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ইন্টারনেট থেকে ফ্রিতে কল
অ্যান্ড্রয়েড ৮২৫০ বার

এখন ইন্টারনেট থেকে ফ্রিতে কল করতে পারবেন যেকোনো মোবাইল নাম্বারে

অ-
অ+

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন পর টিপস করতে বসলাম। আসলে আজকাল তেমন সময় পাইনা। আমি হঠাত করে দারূণ একটি এন্ড্রয়েড এপের সন্ধান পেলাম যা খুব উপকারি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি আপনাদের এমন একটি এপ উপহার দিব যা পেয়ে আপনাদের মন খুশিতে নাচতে থাকবে। এখন ইন্টারনেট থেকে ফ্রিতে কল করতে পারবেন যেকোনো মোবাইল নাম্বারে। ইন্টারনেট থেকেই কল করা যাবে। আপনি এপটি ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করুন। তাহলে পাবেন ৪০ক্রেডিট=২০মিনিট যা দিয়ে আপনি যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন। ক্রেডিট শেষ হলে চিন্তা নেই ফ্রি ক্রেডিট আর্ণ করতে পারবেন। বেশি কথা বলবো না, আপনি নিজেই দেখুন –

বিজ্ঞাপন

ইন্টারনেট থেকে ফ্রিতে কল করতে পারা এপটির বৈশিষ্ট্য

  • গ্রুপ মেসেজিং করতে পারবেন।
  • এন্ড্রয়েডের নতুন ভার্সন মাশ্ম্যালোতেও ভালো কাজ করবে।
  • কলের মান এবং ক্ষমতা অনেক ভালো
  • এন্ড্রয়েড এবং আইওএস এও ভালো কল হয়।
  • ফিক্সেড ডায়েল-প্যাড।
  • ফিক্সড রেফারাল বোনাস পয়েন্ট।
  • ফিক্সড মেসেজিং অন্য যে কুন ফোণ।
  • মাইক্রোফোন ইসসু এছাড়াও আরোও অনেক কিছু যা আপনারা নিজেরাই দেখে নিয়েন।

এপটির কয়েকটি স্কিনশট নিচে দেয়া হল:
প্রথমে এপটিতে ডুকলেই নিচের ছবির মত আসবে যেখানে ভাষা নির্বাচন করতে বলা হবে। আপনি যে ভাষাটি ভালো বোঝেন সিটি নির্বাচন করুন। যেহেতু বাংলা ভাষা নেই সেহেতু ইংলিশ দিতে পারেন।

ভাষা নির্বাচন হয়ে গেলে ফোন নাম্বার চাইবে নিচের ছবির মত আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট করতে চান সেটা দিয়ে দিন। সেই ফোন নাম্বার যদি আপনার ফোনেই থাকে তাহলে স্বয়ংক্রিয় ভাবে একাউন ভেরিফাই হয়ে যাবে। আর যদি অন্য মোবাইলে থাকে তাহলে মেসেজে একটা কোড যাবে সেটি সাবমিট করতে হবে

তারপর আপনাকে লিংক নির্বাচন করতে বলা হবে নিচের ছবির মত যে আপনি নারি না পুরুষ।

তারপর বলা হবে আপনার পেশা কি নিচের ছবির মত। আমি যেহেতু এখনও শিক্ষার্থী তাই আমি এটাই দিয়েছি। আপনি যা করেন তাই দিবেন।

তারপার আপনার বয়স নির্বাচন করতে হবে। বয়স নির্বাচন হয়ে গেলে ডায়েল-প্যাড আসবে আর আপনি কল করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইন্টারনেট থেকে ফ্রিতে কল করার এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।

সফটওয়্যারটির নাম: Nanu-free calls for everyone.Apk
গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান
প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হলে এপটি নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download: Nanu-free calls for everyone

আশা করি ইন্টারনেট থেকে ফ্রিতে কল করার এপটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

বাংলাদেশের সকল সিমের অফারসমুহ সবার আগে জানতে এবং বিভিন্ন টিপস ট্রিকস পেতে ভিজিট করুন আমাদের সাইট Tipsline24

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

মতামত বন্ধ