আপনি এখন ৪৯ টাকায় রবির নতুন ডাটা স্ক্র্যাচ কার্ড কিনে ৫০০ এমবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন, যার মেয়াদ হবে ৭ দিন। এছাড়া, নিয়মিত অফারের গ্রাহকগণ নির্ধারিত পোর্টাল থেকে দৈনিক তারকা কনটেন্ট দেখতে পারবেন। আাবার, ক্যাম্পেইনের লক্ষ্য অর্জন করতে পারলে গ্রাহক বিজয়ী হিসেবে চিরকূট ব্রান্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।
ইন্টারনেট অফার:
ইন্টারনেট | মেয়াদ (দিন) | মূল্য (ভ্যাট, এসডি ও এসসি সহ) |
---|---|---|
৫০০ এমবি | ৭ | ৪৯ |
ফ্রি তারকা কনটেন্ট:
- যেসব গ্রাহক ৪৯ টাকার স্ক্র্যাচ কার্ড ব্যবহার করবেন তারা পোর্টাল থেকে দৈনিক ৫টি ফ্রি কনটেন্ট পাবেন।
- স্ক্র্যাচ কার্ড ব্যবহারের ৪৮ ঘন্টার মধ্যে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তিনি কখন থেকে কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।
- ফ্রি কনটেন্টের মেয়াদ হবে, অ্যাক্সেস পাওয়ার দিন থেকে ৭ দিন।
- দৈনিক সর্বোচ্চ ৫টি কনটেন্ট ডাউনলোড করা যাবে।
- যেসব তারকার কনটেন্ট পাবেন: পড়শি, বাপ্পা মজুমদার এবং চিরকূট।
মিট আন্ড গ্রীট ক্যাম্পেইন:
- ক্যাম্পেইনের ৬০ দিনের মধ্যে (২০ জুন থেকে ১৯ অগাস্ট ২০১৬)যেসব গ্রাহক ১৭ পয়েন্ট অর্জন করতে পারবেন, তারা উপযুক্ত হবেন।
- প্রতিটি স্ক্র্যাচ কার্ড ব্যবহারে ১ পয়েন্ট করে পাবেন। কাজেই, সৌজন্য সাক্ষাতের জন্যে গ্রাহককে ১৭টি স্ক্র্যাচ কার্ড ব্যবহার করতে হবে।
- ১৭ পয়েন্ট অর্জনকারী সব গ্রাহকই এই সাক্ষাৎকারে আসতে পারবেন।
- ক্যাম্পেইন শেষে বিজয়ী ঘোষণা করা হবে, এবং তাদের সাথে যোগাযোগ করা হবে।
দ্রষ্টব্য:
- সেবা চালু করতে *১১১*১৬ ডিজিটের গোপন নম্বর# ডায়াল করুন।
- ডাটা ব্যালান্স চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
- ২৪ ঘন্টায়ই ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
- যে কোন কাজেই ইন্টারনেট ভলিউম ব্যবহার করা যাবে।
- থ্রিজি ও টুজি যে কোন নেটওয়ার্কেই ভলিউম ব্যবহার করা যাবে।
- ডাটা স্ক্র্যাচ কার্ডের মেয়াদ হবে ব্যবহারের দিন থেকে ৭ দিন।
- ভলিউমের ৫০%, ৮০% ও ১০০% শেষ হলে গ্রাহক এসএমএস পাবেন।