ওয়ার্ডপ্রেস বসদের কাছে হেল্প চাই।
আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই? আমি ভাল আছি। প্রথমে বলে রাখি আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব বেশী জানি তা না, আর তাই আপনাদের সাহায্য দরকার। তবে সমাধান দিলে সেটা ঠিক করে নিতে পারব, দয়া করে কারও জানা থাকলে আমাকে নিরাশ করবেন না। আমার সাইটআইট বন্ধু ডটনেট এ নিবন্ধন ফরম নিচের স্ক্রিনশটের মত।
যেখানে username -email -fristname -last name – display name ইত্যাদি আছে কিন্তু অামি নিচের স্ক্রিনশটের মত করতে চাই
যেখানে শুধু username এবং email দিয়ে নিবন্ধন করা যাবে।
আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, এখন দয়া করে আমাকে হেল্প করলে আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে।
মনে হয় আপনি কোন প্লাগিন ব্যবহার করেন, তাই এই রকম আসে, কিন্তু ওয়ার্ডপ্রেসর ডিফল্ট এভাবে নেই। আপনার সাইটে দেখলাম WP-SpamShield Anti-Spam এবং WP Author Box Lite প্লাগিন দুইটি আছে, হয়তো এই দুইটির মধ্যে যে কোন একটায় ঐ অপশন আছে, মনে হয় WP-SpamShield Anti-Spam তেই থাকার সম্ভাবনা বেশি, সেটিং চেক করুন। এতে না হলে অন্য যে সকল প্লাগিন আছে, তা চেক করুন, কারন এটা কোন একটি প্লাগিনের জন্যই আসে এটা ১০০% নিশ্চিত থাকতে পারেন।
ওকে, উপরে দেখুন resolve নামে অপশন আছে, ওখান থেকে এটা Resolve সিলেক্ট করে দিন। প্রয়োজন মনে করলে এই স্ক্রীনশর্টটি দেখতে পারেন। https://prntscr.com/9fm724
ধন্যবাদ।
vaiya apnar phone number ta pete pari
আমার সমস্যার সমাধান হয়ে গেছে ,ধন্যবাদ বস