FWCall ফ্রি UK নাম্বার অফার করছে এবং এটা যেকোনো ইন্টারন্যাশনাল নাম্বারে কল ফরোয়ার্ড করে। যেমন, যদি কেউ বাংলাদেশ থেকে তার মোবাইল নাম্বার দিয়ে এই নাম্বারের জন্য আবেদন করে, তাহলে সে একটি ফ্রি UK নাম্বার পাবে। যখন কেউ তার UK নাম্বারে কল করবে, কল বাংলাদেশের নাম্বারে ফরোয়ার্ড হয়ে যাবে। আর FWCall এই সুবিধাটাই দিচ্ছে আমাদেরকে। আজকের টিপসে আমি আপনাদের দেখাবো, কিভাবে বিনামূল্যে একটি UK ভার্চুয়াল ফোন নাম্বার পেতে পারেন।
কিভাবে ফ্রিতে একটি UK নাম্বার নিবেন?
খুব সহজেই আপনি একটি UK নাম্বার এর মালিক হতে পারেন। যে নাম্বারে কল করে আপনার ইন্টারন্যাশনাল বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
তাহলে দেরি কেন? নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
- প্রথমে এই লিংকে ক্লিক করে FWCall – এ যান।
- রেজিস্টার করুন ফেসবুক অথবা ই-মেইল এর মাধ্যমে।
- রেজিস্টার এর পর নতুন একটি পেজ আসবে।
- আপনার লোকাল নাম্বার নির্বাচন করুন এবং UK নাম্বার তৈরি করুন।
ব্যস হয়ে গেল !
ফ্রি UK মোবাইল নাম্বার নেওয়ার সুবিধা
অনেকেই আছেন যারা বিনামূল্যে একটি UK ভার্চুয়াল ফোন নাম্বার পেতে চান যেটা আপনার লোকাল ফোন নাম্বারে কল ফরোয়ার্ড করবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি US এ বাস করেন, এবং আপনার একটি লোকাল US ফোন নাম্বার আছে এবং আপনি আপনার গোপনীয়তা বজায় রাখতে চান অথবা আপনার UK তে বসবাসরত কোন ব্যক্তির সাথে ব্যবসা আছে, তাহলে হয়তো আপনি আমার এই বিষয়ে আগ্রহী হবেন।
FWCall নিয়ে আজকের মতো এ পর্যন্তই, আশা করি টিপসটি আপনাদের উপকারে লাগবে। আগামীতে ইন-শা-আল্লাহ আরও নতুন কোন টিপস নিয়ে হাজির হবো। যদি টিপসটি উপভোগ করে থাকেন এবং আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানাবেন। যদি আপনার কোন মতামত থেকে থাকে অথবা বোঝার ক্ষেত্রে কোন সমস্যা হয়, নিশ্চিন্তে নিচে মন্তব্য করতে পারেন। সময় নিয়ে টিপসটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
vai …superb….thanks for this awesome post..now i can able to take privacy ……i respect u boss
tnx post ta share korar jono