রবিবার,  রাত ৩:১৯  ♦  ৬ই অক্টবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল )
রবিবার,  রাত ৩:১৯  ♦  ৬ই অক্টবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল ), ২রা রবিউস-সানি, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

asd
  • 3 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি এ.এস.ডি, পেশায় একজন ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইন এবং ডেভলাপ নিয়ে আছি প্রায় দুই বছর। আসা করি আমি আপনাদের দারুন এবং মানসম্মত টিপস নিয়মিত উপহার দিতে পারবো।

১০ বছর ৫ মাস ০ দিন আগে
এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন

জুন 2, 2014 4:19:43 অপরাহ্ন ( ১০ বছর ৪ মাস ৮ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

সিপ্যানেল টিউটোরিয়াল
ইন্টারনেট ৭৭০২ বার

সিপ্যানেল টিউটোরিয়াল [পর্ব ২] :: Preferences

অ-
অ+

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব – 2 এ সবাইকে সাগতম। কিছুদিন আগে প্রথম টিউটোরিয়াল লিখেছেলাম একটু ব্যস্ত থাকার কারনে দেরিতে হলেও আবার হাজির হলাম সি-প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। প্রথম পর্বে ইমেইল একাউন্ট তৈরি এবং ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব সি-প্যানেল এর Preferences অংশ নিয়ে।
cPanel Preferences
একটি সাধারন সি-প্যানেল এর Preferences অংশ সাধারণত নিচের দেওয়া ৮ ধরনের টুলস নিয়ে সাজানো থাকেঃ

বিজ্ঞাপন
  • Getting Started Wizard
  • Video Tutorials
  • Change Password
  • Update Contact Info
  • Change Style
  • Change Language
  • Shortcuts
  • RVSkin Theme Changer

(১) Getting Started Wizard

নতুনদের জন্য এই অংশ টুকু অনেক গুরুত্বপূর্ণ। কারন, Getting Started Wizard অংশে সি-প্যানেল এর প্রায় সব রকম ধারনা ও ব্যবহার বিধি দেওয়া আছে। আপনি এখান থেকেই সবকিছু শিখতে পারবেন।

(২) Video Tutorials

আপনি নিশ্চয়ই লেখা দেখেই বুঝতে পারছেন এখানে রয়েছে ভিডিও টিউটোরিয়াল। সি-প্যানেল এর ব্যাবহার বিধি নিয়ে সব রকম ভিডিও টিউটোরিয়াল পাবেন এখানে।

(৩) Change Password

লেখা দেখেই বুঝতে পারছেন, এখান থেকে আপনি আপনার সি-প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

(৪) Update Contact Info

এখান থেকে আপনি আপনার যোগাযোগ ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এই অংশ টুকু অনেক গুরুত্বপূর্ণ। কারন, হোস্ট কোম্পানি মানে আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন, সেখান থেকে আপনার হোস্টিং সংক্রান্ত যাবতীয় আপডেট নিউজ জানাবে এই ইমেইল ঠিকানাই।

(৫) Change Style

এখান থেকে সি-প্যানেল এর ডিজাইন পরিবর্তন করতে পারবেন।

(৬) Change Language

এখান থেকে সি-প্যানেল এর ভাষা পরিবর্তন করতে পারবেন।

(৭) Shortcuts

আপনার ডেস্কটপ বা বুকমার্ক টুলবার দিয়ে আপনি সহজেই শর্টকাট কি ব্যাবহার করে সি-প্যানেল বা ওয়েবমেইল ব্যবাহার করতে পারবেন।

(৮) RVSkin Theme Changer

এখান থেকে আপনি আপনার সি-প্যানেল এর থিম পরিবর্তন করতে পারবেন।

আজ এ পর্যন্তই দেখা হবে অন্যকোন দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আল্লাহ্‌ হাফেজ………………………………………………………………………

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

মতামত বন্ধ