আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। বাহিরে যেতে ভালো লাগছে না, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এন্ড্রয়েড এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।
এপটি হল কথা বলা সাইনটিফিক ক্যালকুলেটর। এটা একটি মজার এপ। এটা ব্যাবহার করতে খুব ভাল লাগে। এই ক্যালকুলেটর দিয়ে আপনি যখন হিসাব করবেন তখন এটা সাথে সাথে আপনার হিসাব বলে দেবে। যাই হোক এটা আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানিনা। তবে আশা করছি ভালোই লাগবে।
এই এন্ড্রয়েড এপ এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Speaking Scientific Calculator.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download: Click Here to Download
আশা করি এই এন্ড্রয়েড এপ সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম, এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
আপনারা যারা বাংলা গান পছন্দ করেন তারা আমার সাইট ভিজিট করতে পারেন। এছাড়াও এই সাইটে আরো পাবেন gp offer, airtel offer, banglalink offer, robi offer, android news etc.