কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তবে আপনাদেরকে আবারও এই প্রযুক্তির প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আর বেশি কথা বলবনা চলুন কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন একটি এন্ড্রয়েড এপ। এই এপটি আপনার মোবাইলে থাকলে আপনার মোবাইলে যদি এস এম এস আসে তাহলে তা আর আপনাকে কষ্ট করে পড়তে হবে না। মোবাইল নিজেই বলবে আর আপনি শুনবেন এমনকি যদি কেউ আপনাকে কল করে তাহলে কলারের নামটিও বলে দেবে। এপটি হল SMS & Caller Name Speaker Free।
আপনি চাইলে এমন করে রাখতে পারবেন যে শুধু নির্দিষ্ট নামের কল এবং এস এম এস এর জন্য কাজ করবে বা করবে না।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: SMS & Caller Name Speaker Free.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download: SMS & Caller Name Speaker Free
আশা করি এস এম এস এর এই অ্যাপটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের এন্ড্রয়েড অ্যাপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।