আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আসলে আগের মত তেমন সময় আর পাইনা, তাই সবসময় টিপস দেওয়া হয় না। তবে, সময় পেলেই বসে পরি টিপস লিখতে। আজ একটু সময় পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে টিপস শেয়ার করি। তাহলে এত কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
এখন বেশিরভাগ মোবাইল ব্যবহারকারি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। আমিও এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। হঠাত করে আমার মোবাইল স্লো হয়ে গিয়েছিল। এত স্লো হয়ে গিয়েছিল যে ঠিকমত ব্যবহারই করতে পারছিলাম না। মাঝে মাঝে মোবাইল স্লো শুধু না, হ্যাংও হয়ে যেত! তাহলে, বুঝতেই পারছেন কত সমস্যাতে ছিলাম! আমি এই সমস্যার সমাধানের জন্য প্রায়ই মোবাইল রিস্টোর দিতাম কিন্তু তেমন কোন উপকার হয়নি। মোবাইল আবার আগের মত হয়ে যেত। তারপর আমার এক বড় ভায়ের সাথে পরামর্শ করলাম এবং সে আমাকে 360Security ব্যবহার করার কথা বলল। আমি ভাবলাম একবার ব্যবহার করে দেখি। ওই এপ ব্যবহার করাতে আমার মোবাইল স্লো থেকে ফাস্ট হয়ে গেল কয়েকগুণ! আমি এখনও এটা ব্যাবহার করছি, আপানর এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে থাকলে আপনিও ব্যবহার করতে পারেন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানি না। তবে, আমি প্রথম শেয়ার করছি এখানে। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
সফটওয়্যারের নাম: 360 Security Lite Speed Boost.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।:
ডাউনলোড: 360 Security Lite Speed Boost
আশা করি মোবাইল স্লো থেকে ফাস্ট করার এই এপটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম, এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
আমার handset শুধু response বলে!