- ডোমেইন হোস্টিং [পর্ব-১] :: ডোমেইন কি? আসুন জেনে নেয়া যাক
- ডোমেইন হোস্টিং [পর্ব-২] :: ডোমেইন ক্রয় করার আগে জরুরী বিষয়গুলো
- ডোমেইন হোস্টিং [পর্ব-৩] :: হোস্টিং কি? (What is Hosting?)
- ডোমেইন হোস্টিং [পর্ব-৪] :: হোস্টিং প্যাকেজ ধরন
- ডোমেইন হোস্টিং [পর্ব-৫] :: হোস্টিং ক্রয় করার আগে যে বিষয়গুলো জেনে নেয়া জরুরী
- ডোমেইন হোস্টিং [পর্ব-৬] :: প্রোমো ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী
- ডোমেইন হোস্টিং [পর্ব-৭] :: ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর
- ডোমেইন হোস্টিং [পর্ব-৮] :: (DNS) ডোমেইন নেম সিস্টেম কি? এবং এটা কিভাবে কাজ করে?
- ডোমেইন হোস্টিং [পর্ব-৯] :: লিনাক্স ও উইন্ডোজ ওয়েব সার্ভার এবং নতুন সাইট হোস্ট করানোর ধাপসমূহ
বাজারে এই এখন ৩০০ থেকে ৫০০ টাকার ভিতর এক ধরনের ডোমেইন পাওয়া যাচ্ছে, যেগুলোকে প্রোমো ডোমেইন বলা হয়। এই ডোমেইন গুলো দামে কম তাই সকলের হাতের নাগালে, তাই সকলেই ক্রয় করতে আগ্রহী, এই ডোমেইনগুলো নিয়েই প্রোভাইডার কে সবচেয়ে বেশি কথা শুনতে হয়।
প্রোমো ডোমেইন কেনার আগে যে ব্যাপারগুলি জানতে হবে
- প্রোভাইডার আমাকে সি প্যানেল দিবে কি না? (ফুল কন্ট্রোল দিবে কিনা)
- এই ডোমেইনটি প্রোভাইডারের সাথে আগামী বছর সম্পর্ক ঠিক না থাকলেও আমি রিনিউ করতে পারব কি না?
- এটা কোন কোম্পানি থেকে দেয়া হচ্ছে?
- তারা ট্রান্সফার এলাউ করে কি না? বা ট্রান্সফার ফ্রি কিনা?
- এই প্রোভাইডারের ট্র্যাক রেকর্ড কেমন?
- সে কি রিফান্ড করবে?
যদি ডোমেইনের ফুল কন্ট্রোল না দেয় তাহলে ফ্রি দিলেও ঐ ডোমেইন নেয়া উচিৎ না। আর যদি আপনার বিশ্বস্ত বা রক্তের কোন লোক হয়ে থাকে যে আপনার সাথে প্রতারনা করবে না সেটা ভিন্ন কথা, তারপরও যত বিশ্বস্তই থাক ফুল কন্ট্রোলটা অনেক জরুরী। মনে রাখবেন ফুল কন্ট্রোল না থাকলে আপনি ডোমেইন মালিক দাবি করা মানে আপনি এমন একটি জমির মালিকানা দাবী করতেছেন যেই জমির দলিল বা কোন কাগজ পত্রই আপনার কাছে বা আপনার নামে নেই।
যদি সি-প্যানেল না দেয়া ধরনের প্রোভাইডার হয় তাহলে এটা অতি সমস্যার কথা, কোন অবস্থাতেই প্রোমো এর ক্ষেত্রে শুধু প্রোভাইডারদের দেয়া WHMCS প্যানেল এর কন্ট্রল নিয়ে খুশি থাকলে চলবে না।
সবচেয়ে বড় কথা হল প্রোভাইডারের সম্পর্কে জেনে বুঝে খোঁজ নিয়ে দেখা দরকার।
আরো যে ব্যাপারগুলী জানা দরকার তা হলো:
- কেউ প্রোমো ডোমেইন এর ১০০% রিস্ক নিতে পারে না।
- তারা বড়জোর আপনাকে সাহায্য করতে পারবেন কিন্তু এর বেশি কিচ্ছু না। এজ লাইক ডোমেইন ডিলিট হয়ে গেলে প্রোভাইডারের কিচ্ছু করার নেই।
- আপনাকে সার্ভিস সম্পর্কে আগে থেকে জেনে বুঝেই এটা নিতে হবে। যদি না বুঝে নেন তাহলে লস করবেন।
ডোমেইন কেনার আগে কি কি জানতে হবে দেখতে চাইলে এই পোষ্টটি দেখুন।
কিভাবে প্রোমো ডোমেইন কিনতে হয় তা দেখতে চাইলে নিচে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
টিপসটি পূর্বে এখানে প্রকাশিত