সোমবার,  রাত ১:২০  ♦  ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল )
সোমবার,  রাত ১:২০  ♦  ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল ), ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

hmbashar
  • 30 টি টিপস
About Author
(পদবী - অগ্রজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি মোঃ আবুল বাশার, আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়ার লক্ষ্যে TiPS4BLOG সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি।

৫ বছর ১ সপ্তাহ আগে

পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে সারা মাস জুড়ে ৫০% ছাড়

মে 23, 2018 1:09:53 অপরাহ্ন ( ৬ বছর ৩ মাস ২০ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ডোমেইন নেম নিবন্ধন
ডোমেইন হোস্টিং ৬২৩৫ বার

ডোমেইন হোস্টিং [পর্ব-৬] :: প্রোমো ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী

অ-
অ+

বাজারে এই এখন ৩০০ থেকে ৫০০ টাকার ভিতর এক ধরনের ডোমেইন পাওয়া যাচ্ছে, যেগুলোকে প্রোমো ডোমেইন বলা হয়। এই ডোমেইন গুলো দামে কম তাই সকলের হাতের নাগালে, তাই সকলেই ক্রয় করতে আগ্রহী, এই ডোমেইনগুলো নিয়েই প্রোভাইডার কে সবচেয়ে বেশি কথা শুনতে হয়।

বিজ্ঞাপন

প্রোমো ডোমেইন কেনার আগে যে ব্যাপারগুলি জানতে হবে

  1. প্রোভাইডার আমাকে সি প্যানেল দিবে কি না? (ফুল কন্ট্রোল দিবে কিনা)
  2. এই  ডোমেইনটি প্রোভাইডারের সাথে আগামী বছর সম্পর্ক ঠিক না থাকলেও আমি রিনিউ করতে পারব কি না?
  3. এটা কোন কোম্পানি থেকে দেয়া হচ্ছে?
  4. তারা ট্রান্সফার এলাউ করে কি না? বা ট্রান্সফার ফ্রি কিনা?
  5. এই প্রোভাইডারের ট্র্যাক রেকর্ড কেমন?
  6. সে কি রিফান্ড করবে?

যদি ডোমেইনের ফুল কন্ট্রোল না দেয় তাহলে ফ্রি দিলেও ঐ ডোমেইন নেয়া উচিৎ না। আর যদি আপনার বিশ্বস্ত বা রক্তের কোন লোক হয়ে থাকে যে আপনার সাথে প্রতারনা করবে না সেটা ভিন্ন কথা, তারপরও যত বিশ্বস্তই থাক ফুল কন্ট্রোলটা অনেক জরুরী। মনে রাখবেন ফুল কন্ট্রোল না থাকলে আপনি ডোমেইন মালিক দাবি করা মানে আপনি এমন একটি জমির মালিকানা দাবী করতেছেন যেই জমির দলিল বা কোন কাগজ পত্রই আপনার কাছে বা আপনার নামে নেই।

যদি সি-প্যানেল না দেয়া ধরনের প্রোভাইডার হয় তাহলে এটা অতি সমস্যার কথা, কোন অবস্থাতেই প্রোমো এর ক্ষেত্রে  শুধু প্রোভাইডারদের দেয়া WHMCS প্যানেল এর কন্ট্রল নিয়ে খুশি থাকলে চলবে না।

সবচেয়ে বড় কথা হল প্রোভাইডারের সম্পর্কে জেনে বুঝে খোঁজ নিয়ে দেখা দরকার।

আরো যে ব্যাপারগুলী জানা দরকার তা হলো:

  1. কেউ প্রোমো ডোমেইন এর ১০০% রিস্ক নিতে পারে না।
  2. তারা বড়জোর আপনাকে সাহায্য করতে পারবেন কিন্তু এর বেশি কিচ্ছু না। এজ লাইক ডোমেইন ডিলিট হয়ে গেলে প্রোভাইডারের কিচ্ছু করার নেই।
  3. আপনাকে সার্ভিস সম্পর্কে আগে থেকে জেনে বুঝেই এটা নিতে হবে। যদি না বুঝে নেন তাহলে লস করবেন।

ডোমেইন কেনার আগে কি কি জানতে হবে দেখতে চাইলে এই পোষ্টটি দেখুন।

কিভাবে প্রোমো ডোমেইন কিনতে হয় তা দেখতে চাইলে নিচে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।

টিপসটি পূর্বে এখানে প্রকাশিত

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

মতামত বন্ধ