- ডোমেইন হোস্টিং [পর্ব-১] :: ডোমেইন কি? আসুন জেনে নেয়া যাক
- ডোমেইন হোস্টিং [পর্ব-২] :: ডোমেইন ক্রয় করার আগে জরুরী বিষয়গুলো
- ডোমেইন হোস্টিং [পর্ব-৩] :: হোস্টিং কি? (What is Hosting?)
- ডোমেইন হোস্টিং [পর্ব-৪] :: হোস্টিং প্যাকেজ ধরন
- ডোমেইন হোস্টিং [পর্ব-৫] :: হোস্টিং ক্রয় করার আগে যে বিষয়গুলো জেনে নেয়া জরুরী
- ডোমেইন হোস্টিং [পর্ব-৬] :: প্রোমো ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী
- ডোমেইন হোস্টিং [পর্ব-৭] :: ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর
- ডোমেইন হোস্টিং [পর্ব-৮] :: (DNS) ডোমেইন নেম সিস্টেম কি? এবং এটা কিভাবে কাজ করে?
- ডোমেইন হোস্টিং [পর্ব-৯] :: লিনাক্স ও উইন্ডোজ ওয়েব সার্ভার এবং নতুন সাইট হোস্ট করানোর ধাপসমূহ
উইন্ডোজ ওয়েব সার্ভার (Windows Hosting)
যদি আপনি আপনার সাইট ASP (Active Server Page) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন, যেমন MSSQL, MS Access, Visual Basic Development, তাহলে আপনাকে হোস্টিং এর জন্য ব্যবহার করতে হবে উইন্ডোজ ওয়েব সার্ভার। যদিও উইন্ডোজ ওয়েব সার্ভার PHP সাপোর্ট করে তবুও পিএই্চপির জন্য কেউ উইন্ডোজ ওয়েব সার্ভার ব্যবহার করেনা।
লিনাক্স ওয়েব সার্ভার (Linux Hosting)
ওয়েব সার্ভার হিসেবে লিনাক্স সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। লিনাক্সে করা হোস্টিং অনেক জনপ্রিয় হবার কারনে ওয়েব ডিজাইনারদের প্রত্যাশা অনুযায়ী এই ওয়েব সার্ভার অনেক ফিচার সমৃদ্ধ। আপনি যদি আপনার ওয়েবসাইট PHP, MySQL বা এরুপ ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন তাহলে লিনাক্স ওয়েব সার্ভার হবে হোস্টিং এর জন্য উপযুক্ত।
একটি সাইট হোস্ট করানোর ধাপসমূহ
একটি ডোমেইন কিনলেন, এরপর হোস্টিং প্যাকেজও কেনা হয়েছে, এবার আপনার সাইট LIVE করার পালা। মুলত ৩টি কাজ করতে হবে:
- হোস্টিং একাউন্টে প্রোজেক্ট / সাইট আপলোড
- ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে নেম সার্ভার পরিবর্তন
- সংশ্লিষ্ট কনফিগারেশন যেমন ডাটাবেজের কাজ থাকলে ডাটাবেজ তৈরী করা, ওয়ার্ডপ্রেসের সাইট হলে ডাটাবেজে কিছু মান পরিবর্তন, ইত্যাদি।
আপনাদের সুবিধার্থে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি এর উপরে। প্রয়োজন মনে করলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন:
পূর্বে এখানে প্রকাশিত