ইউনিকোড ভিত্তিক হওয়ায় বাংলা কম্পিউটিং এখন অনেক উন্নত। তাই, কম্পিউটারে বাংলা লেখালেখি করা এখন অনেক সহজ। বাংলা লেখালেখি শুরু করার জন্য প্রথমেই জেনে নিন ফোনেটিক বাংলা টাইপিং কী?। এরপর জেনে নিন বাংলা য- ফলা টাইপ করার নিয়ম। এরপর ফিক্সড কিবোর্ড লেআউট – বাংলা লেআউট / ইউনিজয় লেআউট, জাতীয় লেআউট, মুনির ইউনিকোড লেআউট, অভ্র ইজি লেআউট, অভ্রবর্ণনা লেআউট, ইনস্ক্রিপ্ট লেআউট, প্রভাত লেআউট, রুপালি লেআউট অথবা ফোনেটিক কিবোর্ড লেআউট (ইংরেজি ব্যবহার করে বাংলা লেখা) – অভ্র ফোনেটিক লেআউট, শাব্দিক ফোনেটিক লেআউট, গুগল ট্রান্সলিটারেশন, মাইক্রোসফট Indic Language Input Tool. এই লেআউট গুলোর মধ্যে ফিক্সড বা ফোনেটিক যে কোন একটি লেআউট আয়ত্ব করে নিন এবং সাচ্ছন্দে বাংলা লিখুন।
iftekharul
- 33 টি টিপস
(পদবী - ধ্রুপদী)
আমি ইফতেখার, TiPS4BLOG এর সম্পাদক এবং লেখক। আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়াই আমার লক্ষ্য।
৮ বছর ২৬ দিন আগে
৮.১ TiPS4BLOG এ কিভাবে আমি বাংলা লিখব?
মে 14, 2014 12:58:39 পূর্বাহ্ন ( ৯ বছর ৪ মাস ৩ সপ্তাহ আগে )