TiPS4BLOG এ বাংলা লেখার জন্য ব্রাউজার ভিত্তিক কোন সাপোর্ট নেই। বাংলা লেখার জন্য নিচে কিছু ডেস্কটপ ভিত্তিক সমাধান দেওয়া হলঃ
- বামে সাইডবার হতে Bangla Typing Solutions মেনুর সাব মেনুগুলো দেখুন।
- ইন্সটলেশন দেখুন এখান থেকে।
অভ্র
গুগল ইনপুট মেথড
মাইক্রোসফট ইন্ডিক ল্যাঙ্গুয়েজ ইনপুট টুল
এই সফটওয়্যারগুলো আপনি (পছন্দানুযায়ী) আপনার কম্পিউটারে ইন্সটল করে TiPS4BLOG এ বাংলা লিখতে পারবেন।