মঙ্গলবার,  বিকাল ৫:২৩  ♦  ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ( )
মঙ্গলবার,  বিকাল ৫:২৩  ♦  ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ( ), ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

Author Recent একটিভিটি এ্যড করবো কিভাবে? এই ব্লগের মত?

আপনার জিজ্ঞাসাবিভাগ: ওয়ার্ডপ্রেসAuthor Recent একটিভিটি এ্যড করবো কিভাবে? এই ব্লগের মত?
মোঃ আবুল বাশার প্রশ্ন করেছে ৮ বছর আগে

এই ব্লগে Author এর পাশে যেভাবে রিসেন্ড টিপস এবং কমেন্ট শো করে, এটা এ্যড করবো কিভাবে? single.php এবং author.php দুটো পেজেই।

Screenshot_5

১ টি উত্তর
সেরা উত্তর
ইফতেখার উত্তর দিয়েছে ৮ বছর আগে

এইটা আমার নিজের বানানো একটি সিস্টেম। সাহায্য করবো বলেই প্রশ্ন এবং উত্তর নামে এই সেকশন চালু করেছি। কাজেই, এটা বানাতে আমার কষ্ট হলেও আপনাকে সাহায্য করতে কষ্ট হবে না। তবে, সমাধানটা অনেক বড় এবং কঠিন আছে। আপনাকে বেশকিছু কাজ ঠাণ্ডা মাথায় বুঝে শুনে করতে হবে। নিচের স্টেপগুলো সতর্কতার সাথে অনুসরণ করতে পারলেই আশা করি কাজ হয়ে যাবে:

  1. প্রথমে, পেস্টবিন থেকে ফাংশনটি কপি করে থিমের functions.php ফাইলে সেভ করুন।
  2. এবার, আর একটি ফাংশন পেস্টবিন থেকে কপি করে থিমের functions.php ফাইলে সেভ করুন।
  3. ইংরেজি সংখ্যাগুলোকে বাংলাতে দেখানোর জন্য আরেকটা ফাংশন পেস্টবিনে দিয়ে দিলাম। functions.php ফাইলে বসিয়ে নিয়েন, নইলে এরর ম্যাসেজ দিবে।
  4. সবশেষে, যেই পেজে অথর রিসেন্ট একটিভিটি দেখাতে চান সেখানে পেস্টবিনের কোডটুকু পেস্ট করে দিন।

সিএসএস নিজের মন মতো ডিজাইন করে নিন। কোন সমস্যা হলে বলবেন। আশা করি করতে পারবেন।