tips4blog এর কিছু সমস্যা সমাধান করা জরুরী
tips4blog সাইটে কিছু সমস্যা দেখা যাচ্ছে, প্রায়ই ডাটাবেজ ইরোর বা কানেক্ট পাচ্ছে না, এই রকম মেসেজ আসে, আবার লগইন করতে গেলেও প্রায়ই এই সমস্যা দেখা যায়। এবং বর্তমানে টিপস করতে গেলেও সমস্যা দেখা যায়, পোষ্ট করার সময় কোন ছবি আপলোড সহজে করা যাচ্ছে না, বেশি ভাগই ইরোর আসে, পরবর্তীতে একাদিক বার চেস্টা করার পরে আপলোড হয়, আবার আপলোড হওয়ার পরে ইনপোট করা যায় না, একাদিক বার চেস্টা করলেও হয় না, পরে একবার ড্রেফে সেভ করে আবার চেস্টা করার পরে ইনপোট হয়েছে। অনুগ্রহ করে সমস্যা গুলো সমাধান করলে সকলের উপকার হবে আশা করি। ধন্যবাদ সবাইকে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য। আমাদের সাইটের সার্ভারে কিছু কাজ চলছে। কয়েকদিন একটু সমস্যা হবে। আশাকরি খুব শীঘ্রই আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারবো। সাময়িক সমস্যার কারনে আমরা আন্তরিকভাবে দুঃখিত।