বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭:২৩  ♦  ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল )
বৃহস্পতিবার,  সন্ধ্যা ৭:২৩  ♦  ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ( শরৎকাল ), ৯ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

iftekharul
  • 44 টি টিপস
About Author
(পদবী - ধ্রুপদী)

আমি ইফতেখার, TiPS4BLOG এর সম্পাদক এবং লেখক। আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়াই আমার লক্ষ্য।

৯ বছর ১০ দিন আগে
iPhone SE 2

iPhone SE 2 লঞ্চ করতে চলেছে Apple, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে

অক্টো. 5, 2019 9:27:35 অপরাহ্ন ( ৪ বছর ১১ মাস ১৩ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন
ওয়ার্ডপ্রেস ৭৫৯০ বার

ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন, আপনার ওয়েবসাইটকে করুন কনটেন্ট ভোটিং সাইট

অ-
অ+

আপনার ব্লগের কোন একটি আর্টিকেল পড়ার পর পাঠকদের অভিজ্ঞতা কেমন তা জানার জন্য ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ব্লগের টিপসগুলো পাঠকদের কাছে কেমন জনপ্রিয়তা পেয়েছে। ব্লগে ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন যুক্ত করার অনেক ধরনের সুবিধা আছে, যেমনঃ

বিজ্ঞাপন
  • কোন টিপসটি পাঠকদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা জানা সম্ভব
  • পাঠকদ্বারা প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে ব্লগের কনটেন্ট গুলো নিয়ে পরিকল্পনা করা সম্ভব
  • নির্বাচিত টিপস মনোনয়নের ক্ষেত্রে পাঠকদের ভোট বিবেচনা করা যায়

আজকের টিপসে আমি এমনি একটি ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন নিয়ে আলোচনা করবো। আগেই বলে নেই, প্লাগিনটা আমার বানানো এবং প্লগিনের নাম হলো WP PostVoting, যা ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরি থেকে সহজেই ডাউনলোড করা যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক প্লাগিনটা কিভাবে ইন্সটল করবেন এবং এটি দ্বারা কি কি সুবিধা পাওয়া যাবেঃ

WP PostVoting – ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন

এই প্লাগিনের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি একটি কনটেন্ট ভোটিং সাইটে পরিনত হবে। পাঠকেরা খুব সহজেই কোন একটি টিপস পড়ার পরে টিপসটি তাদের কেমন লেগেছে তা ভোট দিয়ে জানিয়ে দিতে পারবে। এতে করে লেখকও জানতে পারবেন যে তার লেখা টিপসটি পাঠকদের কাছে কেমন সমাদৃত হয়েছে। এই প্লাগিনের মাধ্যমে সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত টিপসগুলো উইজেটের মাধ্যমে সাইডবারে প্রদর্শিতও করানো যাবে।

wp post voting settings

আসুন এক নজর দেখে নেওয়া যাক এই ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন কি কি ফিচারদ্বারা সমৃদ্ধ এবং এটি কিভাবে ব্যবহার করবেনঃ

যেসকল সুবিধা পাওয়া যাবে

  • অ্যাডমিন তার ইচ্ছামতো প্লাগিনটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন ভোটিং সিস্টেম রাখবে কি রাখবে না তা খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবে।
  • অ্যাডমিন শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ভোটিং সিস্টেম চালু রাখতে পারবে, আবার চাইলে সবার জন্যেও রাখতে পারবে।
  • ভোটিং এর টেক্সটগুলো ইচ্ছামতো পরিবর্তন করা যাবে।
  • অ্যাডমিন প্যানেলের টিপস মেনুতে গিয়ে ভোট গণনা অনুযায়ী টিপসগুলো সাজানো যাবে।
  • যেসকল টিপসগুলোতে পাঠকেরা ভোট দিয়েছে তার একটি তালিকা অ্যাডমিন প্যানেলে পাওয়া যাবে।
  • সাইডবারে উইজেটের মাধ্যমে সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত টিপসের তালিকা প্রদর্শন করানো যাবে।

wp post voting statistics

ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন ব্যবহার করবেন যেভাবে

  • প্রথমে প্লাগিনটি ইন্সটল করে একটিভেট করে নিন
  • ড্যাশবোর্ড হতে Settings >> WP PostVoting এ নেভিগেট করুন
  • ভোটিং সিস্টেম সাইটে সক্রিয় করে নিন এবং টিপসের কোন জায়গায় ভোটিং সিস্টেম প্রদর্শিত করাতে চান তা মার্ক করে দিন
  • ভোটিং এর জন্য প্রদর্শিত টেক্সটগুলো ইচ্ছামতো এডিট করে নিন
  • ভোটিং সিস্টেম শুধুমাত্র নিবন্ধিত সদস্যদের জন্য রাখতে চান নাকি সবার জন্য উম্মুক্ত রাখতে চান তা নির্ধারণ করে দিন
  • সাইডবারে সবচেয়ে বেশি ভোট পাওয়া টিপসগুলো প্রদর্শনের জন্য ড্যাশবোর্ড হতে Appearance >> Widgets এ নেভিগেট করুন এবং WPPV Most Voted Posts উইজেটটি ড্র্যাগ করে সাইডবারে বসিয়ে দিন।

WPPV Most Voted Posts

প্লাগিনটি একদমি নতুন, তাই আপনাদের যাদের WordPress.org তে অ্যাকাউন্ট আছে তারা রিভিউ দিয়ে এটিকে আরও সুন্দর কিভাবে করা যায় তা জানাবেন। এটা আমাকে প্লাগিনটি আরও সুন্দর ও মানসম্মত করতে সাহায্য করবে। আমি নিজেই প্লাগিনটি ব্যবহার করছি বলে এর ডেমো এই টিপসের নিচেই দেখতে পাবেন।

wp post voting sidebar

আজকের মতো এই পর্যন্তই। যদি এই ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন আপনারা উপভোগ করে থাকেন এবং আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানাবেন। যদি আপনার কোন মতামত থেকে থাকে অথবা আপনি কোন কিছু সুপারিশ করতে চান, নিশ্চিন্তে নিচে মন্তব্য করতে পারেন। সময় নিয়ে পড়ার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

11

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

মতামত বন্ধ