শনিবার,  রাত ১:৫০  ♦  ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ( গ্রীষ্মকাল )
শনিবার,  রাত ১:৫০  ♦  ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ( গ্রীষ্মকাল ), ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

tipsline24-com
  • 2 টি টিপস
About Author
(পদবী - অনুজ)

সুপ্রিয় TiPS4BLOG কমিউনিটি, আমি TIPSLINE24.COM, আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়ার লক্ষ্যে TiPS4BLOG সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি।

৪ বছর ৮ মাস ১ সপ্তাহ আগে

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম
ফটোগ্রাফি ৬৭১১ বার

এবার নিজেই বানান ফটোশপের মাধ্যমে ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম (ভিডিও সহ)

অ-
অ+

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি। টিপস লিখে আপনাদের ভালোই সারা পাচ্ছি। আমি বেশ কয়েকদিন যাবৎ ফটোশপ নিয়ে টিপস করছি। এতে আমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে আর আপনাদেরও কিছু জানাতে পারছি। টিপসে ভালো সাড়া পেলে টিপস করার ইচ্ছা বেড়ে যায়। আমি যথা সম্ভব ছোট টিপস করার চেষ্টা করি কিন্তু বুঝিয়ে লিখতে গেলে টিপস সামান্য বড় হবেই। এতে দয়া করে আপনারা বিরক্ত হবেন না।

বিজ্ঞাপন

আজ আমি খুব জনপ্রিয় একটি কাজ আপনাদের দেখাব। আজকাল ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম খুব জনপ্রীয় হয়ে উঠেছে। প্রায় সবাই এটা ব্যবহার করে তবে অন্যের তৈরি করা ফ্রেম। কেমন হয় যদি আপনি আপনার ফ্রেম নিজেই বানালেন। হ্যাঁ! আজ আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম বানাতে হয়। এটি এন্ড্রয়েড মোবাইল দিয়েও করা যায়। মোবাইল দিয়ে করা একটু ঝামেলার। আপনারা যদি চান আমি অন্য একটি টিপসে মোবাইলে কিভাবে করা যায় সেটি দেখাব।

ফটোশপে ফ্রেম করতে গিয়ে অনেকে খুব সধারণ সমস্যাগুলোকে অনেক বড় সমস্যা মনে করেন। আমার এই টিপস পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে। এই টিপসের শেষে ভিডিও টিউটোরিয়াল দেয়া হল যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব এই টিপসটি পড়ে ভিডিওটি একবার হলেও দেখুন। তাহলে সব পানির মত পরিস্কার হয়ে যাবে। তাহলে বেশি কথা না বলে কাজে নেমে পড়ি।

কিভাবে ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম বানাবেন এবং ব্যবহার করবেনঃ

এই কাজটি করার জন্য প্রথমে ফটোশপ ওপেন করুন। আপনি ফটোশপের যেকোনো ভার্সন ব্যবহার করতে পারেন। আমি এখানে Adobe Photoshop CS6 ব্যবহার করবো। ফটোশপ ওপেন হয়ে গেলে ফাইল থেকে একটি নতুন পেজ নিব। নিচের ছবি লক্ষ করুণ:

পেজটির Width=400Px এবং Height=400Px এবং ব্যাকগ্রাউন্ড দিবেন Transparent ঠিক নিচের ছবিতে যা দেওয়া আছে তাই দিবেন আর যেভাবে দেয়া আছে সেভাবেই দিবেন। তারপর OK দিন।

আপনারা আপনাদের ইচ্ছামত ডিজাইন করে নিবেন। আপনারা সবাই দেখেছেন ফেসবুক প্রোফাইল ফটো ফ্রেম কেমন থাকে। আমি নিচের মত সিম্পল ডিজাইন করে আপনাদের দেখালাম। এই ডিজাইন পেন টুল ব্যবহার করে করেছি। মূলত আমি শুধু আপনাদের ফ্রেম সম্পর্কে ধারণা দিব। কারণ এই টিপস ফ্রেম তৈরির ডিজাইনের না। যদি আপনাদের মনে হয় ডিজাইনটি কিভাবে করা হয়েছে দেখার তাহলে ভিডিও দেখুন। সেখানে করে দেখানো আছে।

এবার নিচের ছবি লক্ষ করুণ আর ছবিটি সে করার জন্য File>Save As এ যান।

নিচের ছবি লক্ষ করুন আপনার তৈরিকৃত ফ্রেমটি PNG ফরমেটে সেভ করুণ।

সেভ হয়ে গেলে এবার www.isupportcause.com  এই সাইটে গিয়ে লগিন করুন। অবশ্যই ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করবেন। লগইন হয়ে গেলে নিচের ছবি লক্ষ করুণ আর Create Campaign এ জান।

তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনি আপনার তথ্য দিন। নাম, বর্নণা ইত্যাদি দিন। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে আপনার ডিজাইন করা ছবিটি নিয়ে আশুন। তারপর Create Campaign এ ক্লিক করলে Campaign তৈরি হয়ে যাবে। 

নিচের ছবিতে দেখুন আমাদের ফ্রেম। ফ্রেমে প্রবেশ করুণ।

তারপর নিচের ছবি অনুসরণ করুণ।

উপরের ছবিতে যা যা দেয়া আছে আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। সমস্যা হলে ভিডিওটি একবার হলেও দেখুন সমাধান পাবেন নিশ্চয়। আমাদের কাজ শেষ। নিচে থেকে ভিডিওটি দেখতে পারেন। সময় পেলে অবশ্যই আমার সাইট TipsLine24.Com ভিজিট করবেন।

https://www.youtube.com/watch?v=1pBUiSOSk2o

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

1

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

মতামত বন্ধ