বৃহস্পতিবার,  সন্ধ্যা ৬:৪১  ♦  ২৮শে মার্চ, ২০২৪ ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল )
বৃহস্পতিবার,  সন্ধ্যা ৬:৪১  ♦  ২৮শে মার্চ, ২০২৪ ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল ), ১৮ই রমযান, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

সংরক্ষণাগার - ওয়ার্ডপ্রেসবিভাগ

ওয়ার্ডপ্রেস এসইও

আপনাদের জন্য আজ নিয়ে এলাম বেষ্ট ওয়ার্ডপ্রেস এসইও সেটিংস। ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিনটি ব্যাবহার করি তাদের জন্য আজকের টিপসটি অনেক উপকারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যাবহার করে একটি ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে। Search Engine Optimization কে সংক্ষেপে SEO বলে। একটি তথ্য
আরও পড়ুন

অ্যাডমিন প্যানেল কাস্টম কলাম

মানুষের চাহিদার শেষ নাই। দোকান থেকে একটা রেডিমেট শার্ট কিনে সেটিকে আবার নিজের শরীরের সাথে ফিট করার জন্য অনেকেই শার্টটি কাস্টমাইজ করে নিয়ে তারপর পরে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল টেবিলও অনেকটা এরকম। ডিফল্ট যেই সেটআপ দেওয়া আছে সেটাতে যেন কিছুতেই মন ভরে না। মনের মধ্যে সবসময় ইচ্ছা করে একটু এরকম হলে
আরও পড়ুন

ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন

আপনার ব্লগের কোন একটি আর্টিকেল পড়ার পর পাঠকদের অভিজ্ঞতা কেমন তা জানার জন্য ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ব্লগের টিপসগুলো পাঠকদের কাছে কেমন জনপ্রিয়তা পেয়েছে। ব্লগে ওয়ার্ডপ্রেস ভোটিং প্লাগিন যুক্ত করার অনেক ধরনের সুবিধা আছে, যেমনঃ কোন টিপসটি
আরও পড়ুন

রাইটিং সেটিংস

রাইটিং সেটিং নতুন পোস্ট লেখার সময় তা নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করবে। সাধারণত, ডিফল্ট যে সেট আপ আছে তা পরিবর্তন না করলেও চলে। তবে, এটা আপনার জ্ঞানের জন্য ভালো হবে যদি এই সেটিং সম্পর্কে আপনার ধারণা থাকে।

ওয়ার্ডপ্রেস এক্সসার্প্ট

শিরোনাম দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আজকের টিপসটির বিষয়বস্তু। হ্যা! আজকে আমি ওয়ার্ডপ্রেস এক্সসার্প্ট তৈরির উপর কিছু টিপস নিয়ে আলোচনা করবো এবং দেখাবো কিভাবে তা আপনার ব্লগে প্রয়োগ করবেন। আরও দেখাবো কিভাবে একটি ফাংশন ব্যবহার করে টিপসে রিড মোর লিংক যুক্ত করতে হয় এবং টিপসের একাধিক এক্সসার্প্ট দৈর্ঘ্য পরিচালনা করতে পারবেন।
আরও পড়ুন

সময় আগে

আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, অনেক ওয়ার্ডপ্রেস ব্লগে টিপস অথবা কমেন্টে সময় উল্লেখ করা থাকে একটু অন্যরকম ভাবে। সরাসরি সময় উল্লেখ না করে কতো সময় আগে টিপস বা কমেন্ট করা হয়েছে, তা উল্লেখ করা থাকে। যেমন, x মিনিট y সেকেন্ড আগে অথবা x মাস y দিন আগে। এভাবে সময় উল্লেখ
আরও পড়ুন

জেনারেল সেটিংস

জেনারেল সেটিংস‌ সাধারণত ওয়ার্ডপ্রেসের কিছু মৌলিক সেটিংস এর সমন্বয়ে গঠিত। এই সেটিংস্‌ অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কারন এর মাধ্যমে একটি ব্লগের নামকরণ এবং অ্যাড্রেসিং করা হয় যাতে করে পাঠকেরা সহজেই বুঝতে পারে ব্লগের উদ্দেশ্য সম্পর্কে।

বর্তমানে অনেকেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তাদের ব্লগ পরিচালনা করে থাকেন। কেউ কেউ নিজেই তার ব্লগে লেখালেখি করেন, আবার অনেকে ইউজারদের অনুমতি দিয়ে থাকেন ব্লগে লেখার জন্য। এর জন্য ইউজারদের অবশ্যই নিবন্ধন করতে হয় এবং লগিন করে তারপর লেখা জমা দিতে হয়। এখন যারা ইউজারদের লেখার অনুমতি দিয়ে থাকেন তারা অবশ্যই চাইবেন
আরও পড়ুন

wordpress mysql

কিছুদিন আগে সম্পূর্ণ অপরিচিত একজন ফেসবুকের মাধ্যমে আমার কাছে তার ওয়ার্ডপ্রেস ব্লগ নিয়ে একটি সাহায্য চাইলো। সমস্যা হল সে তার ব্লগের অ্যাডমিন অ্যাক্সেস যেকোনো ভাবেই হোক হারিয়ে ফেলেছে। কোনভাবেই আর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ব্লগে প্রবেশ করতে পারছে না। এদিকে পুনরায় অ্যাকাউন্টটি রিসেটও করতে পারছে না। সমস্যার কথা শুনে বুঝলাম
আরও পড়ুন

change default username

আস-সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিরোনাম দেখে বুঝতেই পারছেন বিষয়টি ওয়ার্ডপ্রেসের সুরক্ষা প্রসঙ্গে। ওয়ার্ডপ্রেস ব্লগ ইন্সটল করার সময় অ্যাডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড চাওয়া হয়। যদি ইউজারনেম ও পাসওয়ার্ড সেসময় না দেওয়া হয়, তাহলে ওয়ার্ডপ্রেস একটি
আরও পড়ুন

WordPress Related Posts

একজন পাঠকের অবশ্যই একটা উদ্দেশ্য থাকে আপনার ব্লগ পরিদর্শন করার। আপনি কি জানেন সেটা কি? এটা হতে পারে ব্লগে প্রকাশিত লেখা কিংবা কোন পণ্যের খোঁজখবর। মূলত, এইজন্যই তারা ব্লগ পরিদর্শনে আসে এবং কাজ শেষ হয়ে গেলে সাধারণত চলে যায়। এটা মোটেও আপনার ব্লগের উন্নতির জন্য কোন সঠিক উপায় না এবং
আরও পড়ুন

Install WordPress Theme

গত টিপসে আমি দেখিয়েছিলাম কিভাবে সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ব্লগ ইনস্টল করতে হয়। টিপসটি অনুসরণ করে আপনি খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করণে আপনি টুয়েন্টি ইলেভেন ও টুয়েন্টি টুয়েলভ নামে দুইটি ডিফল্ট থিম পাবেন। এর যেকোনো একটি দিয়েই আপনি ব্লগ পরিচালনা করতে পারেন। তথাপি, আপনার অবশ্যই একটা
আরও পড়ুন

Install WordPress from cPanel

ওয়ার্ডপ্রেস হল একটি মুক্ত, ওপেন সোর্স ব্লগ বা ওয়েব প্রকাশনা সিস্টেম যা PHP এবং MySQL দ্বারা পরিচালিত। এটি একটি জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগিং সফটওয়্যার যা ব্যবহৃত হয় ১,০০০,০০০ বৃহত্তম ওয়েবসাইটের মধ্যে ১২% এরও বেশি। আমি অবশ্যই বলবো যে এটা একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে ওয়ার্ডপ্রেসকে ব্লগিং প্লাটফর্ম হিসেবে পছন্দ করা। এখন
আরও পড়ুন