সোমবার,  সকাল ৯:২১  ♦  ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ( গ্রীষ্মকাল )
সোমবার,  সকাল ৯:২১  ♦  ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ( গ্রীষ্মকাল ), ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

TiPS4BLOG জরিপ এই কাজটি কি ম্যানুয়ালী করা যায়?

আপনার জিজ্ঞাসাবিভাগ: ওয়ার্ডপ্রেসTiPS4BLOG জরিপ এই কাজটি কি ম্যানুয়ালী করা যায়?
Hasan Fardous প্রশ্ন করেছে ৮ বছর আগে

শুরুতেই অ্যাডমিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্রশ্ন-উত্তর প্রক্রিয়া চালু রাখার জন্য। এতে করে অনেকের উপকার হবে।

আমি জানতে চাচ্ছিলাম “TiPS4BLOG জরিপ” এই কাজটি কি ম্যানুয়ালী করা যায়? আর আমার জানামতে এর জন্য “…পোল” প্লাগিন নামে কি যেন প্লাগিন আছে। সেটা আমি ব্যাবহার করেছি কিন্তু আমি সেটাকে নিজের মত এডিট করতে পারিনি। তাই আপনার কাছ থেকে সহজ কোন পথ চাচ্ছি।

১ টি উত্তর
ইফতেখার উত্তর দিয়েছে ৮ বছর আগে

ধন্যবাদ, হাসান ভাইকে প্রশ্ন করার জন্য। জরিপের জন্য আপনি যদি নিজে কোডিং করতে পারেন, তাহলে ম্যানুয়ালি সম্ভব। অন্যথায়, প্লাগিন ব্যবহার করাই ভালো। আপনি নেট সার্চ করে পছন্দানুযায়ী যেকোনো ভালো প্লাগিন ব্যবহার করতে পারেন। এছাড়া আর কোন সহজ পদ্ধতি আমার জানা নাই। আমি আমার সাইটে প্লাগিন ব্যবহার করেছি।