টিপস ক্যাটাগরীকে দুইটি কলামে প্রদর্শনের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো সিএসএস এডিট করে নেওয়া। সাইডবারে সাধারণত <li> ট্যাগদ্বারা বিভিন্ন আইটেম দেখানো হয়। আপনাকে এই <li> কে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এজন্য আপনি লিখতে পারেন –
li.YOUR_CLASS { width: 50%; float: left; }
YOUR_CLASS কে <li> এর ক্লাস দ্বারা রিপ্লেস করে দিন। সাধারণত, ওয়ার্ডপ্রেস বিভাগগুলো প্রদর্শনের জন্য <li> ট্যাগের মধ্যে cat-item ক্লাস ব্যবহার করে। আপনি এটি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আর width এর ক্ষেত্রে 50% এ কাজ না হলে এক এক করে কমায়ে চেক করেন। ঠিকভাবে করতে পারলে আশা করি কাজ করবে, ধন্যবাদ।
“এই পোস্টটি করা হয়েছিলো প্রায় ন…”
জুলাই 24, 2017 9:55:36 পূর্বাহ্ন ( ১ বছর ৭ মাস ৩ দিন আগে )