অলাইকুমুস সালাম ভাই,
আমাদের সাইট থেকে আপনি উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। আপনার প্রথম প্রশ্নের উত্তর আশা করি User Role Editor প্লাগিনের মধ্যে আছে। প্রথম এবং দ্বিতীয় উভয় প্রশ্নের উত্তর আশা করি Adminimize প্লগিনের মধ্যে আছে। দুইটাই চেক করে দেখতে পারেন। যেটা ভালো লাগবে ইউজ করবেন।
তৃতীয় প্রশ্নের উত্তরে বলবো একটা ক্যাটাগরি তৈরি করুন হট টিপস বা এই জাতীয় কোন নামে। যেই টিপসগুলো হট টিপসের মধ্যে রাখতে চান সেগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে দিন। এরপর ক্যুয়েরী করে নির্দিষ্ট ঐ ক্যাটাগরির টিপস প্রদর্শন করান। কোন সমস্যা হলে বলবেন, ধন্যবাদ।
“এই পোস্টটি করা হয়েছিলো প্রায় ন…”
জুলাই 24, 2017 9:55:36 পূর্বাহ্ন ( ১ বছর ৭ মাস ৩ দিন আগে )