মঙ্গলবার,  দুপুর ২:১৯  ♦  ১৯শে মার্চ, ২০২৪ ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল )
মঙ্গলবার,  দুপুর ২:১৯  ♦  ১৯শে মার্চ, ২০২৪ ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ ( বসন্তকাল ), ৯ই রমযান, ১৪৪৫ হিজরী  ♦
ওয়ার্ডপ্রেস টিপস

শেয়ার

iftekharul
  • 44 টি টিপস
About Author
(পদবী - ধ্রুপদী)

আমি ইফতেখার, TiPS4BLOG এর সম্পাদক এবং লেখক। আপনাদের দারুন আর মানসম্মত টিপস নিয়মিত উপহার দেওয়াই আমার লক্ষ্য।

৮ বছর ৬ মাস ১৮ দিন আগে
iPhone SE 2

iPhone SE 2 লঞ্চ করতে চলেছে Apple, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে

অক্টো. 5, 2019 9:27:35 অপরাহ্ন ( ৪ বছর ৫ মাস ১৬ দিন আগে )

আপনি সম্প্রতিকালে কোন মতামত প্রদান করেন নাই।

সাতটি ভুল পদক্ষেপ
টিউটোরিয়াল ৭১৫২ বার

গুরুত্বপূর্ণ সাতটি ভুল পদক্ষেপ যা ব্লগাররা করে থাকে

অ-
অ+
আজকের টিপসে আমি বর্ণনা করেছি ব্লগারদের খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভুল পদক্ষেপ নিয়ে। একজন সফল ব্লগার হতে গেলে আপনাকে অবশ্যই এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে। অন্যথায়, আপনার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে।

আপনি হয়তো অনেক পরিশ্রম করেছেন আপনার ব্লগ থেকে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। কিন্তু, আপনি মনের মতো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। সম্ভবত আপনি আপনার ব্লগের উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার না, এবং হয়তো আপনি একই ভুল বারবার করে যাচ্ছেন। এতে করে আপনি হতাশ হয়ে পরেছেন। আপনাকে মনে করিয়ে দিবো যে, ভুল মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু, তার মানে এই না আপনি আপনার জীবনটা ভুলের উপর দিয়ে পার করে দিবেন। একজন সফল ব্লগার হতে গেলে ভুলকে জয় করা খুবই প্রয়োজনীয়। সেজন্য, মনোযোগ দিয়ে নিচের বিষয়গুলো পড়ে দেখুন যে আপনিও একই রকম ভুল করছেন কি না যা আমি নিচে বর্ণনা করেছিঃ

বিজ্ঞাপন

ভুল পদক্ষেপ ১: আপনার ব্লগের কোন ফোকাস নাই

এটা একটা মারাত্মক ভুল। অনেক ব্লগার আছে যাদের কোন ফোকাস নাই, ফোকাস যেটা প্রতিফলন করে সে কি জানে, কি বিষয়ে সে আলোচনা করতে পছন্দ করে, এবং তার আগ্রহ কিসের উপর। এমনকি অনেকে এটাও জানেনা, কিভাবে একটি ব্লগ তার এবং তার পাঠকদের উপকার করতে পারে। যার ফলে, অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পর, তারা এটাকে পরিত্যাগ করে এই চিন্তা করে যে এটা তাদের উপযুক্ত জায়গা না। কিন্তু যদি তাদের একটু ধৈর্য হত অন্যান্য সফল ব্লগের উপর পড়াশুনা করার, এবং ঐ সমস্ত ব্লগের গঠনপ্রণালী, কৌশল এবং গ্রাফিক্স নিয়ে অধ্যয়ন করার, তাহলে তারা বুঝতে পারতো তাদের উদ্দেশ্য কি হওয়া উচিত। এমন অনেক বিষয় আছে যার উপর মনোযোগ দেওয়া যেতে পারে। এটা হতে পারে বিজ্ঞান, ধর্ম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, পণ্য কেনাবেচা, ইত্যাদি। এইগুলোর কোন বিষয়ই আয়ত্তের বাইরে না, কিন্তু এটা জানা খুবই জরুরি যে কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে।

ভুল পদক্ষেপ ২: অবাস্তব প্রত্যাশা

বেশির ভাগ ব্লগার ব্লগিং করতে আসে বিপুল সংখ্যক পাঠক এবং প্রচুর প্রশংসামূলক মন্তব্যের প্রত্যাশা নিয়ে। কিন্তু তাদের ধৈর্যের অনেক অভাব, তারা তাৎক্ষণিক ফলাফল চায়। যার ফলে, খুব দ্রুত তারা হতাশ হয়ে পরে। লক্ষ লক্ষ ব্লগ আছে যেগুলো এই একই পাঠকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এর উপর আস্থা রাখতে হবে। আপনাকে ভাল লিখতে হবে, লেখা বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর হতে হবে এবং নকল করা যাবে না, শিরনাম আকর্ষণীয় হতে হবে, এবং অবিরত চেষ্টা করতে হবে ব্লগকে উন্নীত করার জন্য। তাহলে আপনি প্রত্যাশিত পাঠক আশা করতে পারেন।

ভুল পদক্ষেপ ৩: পাঠকদের মূল্যায়ন না দেওয়া

সাধারণত, পাঠকেরা কোন একটি ব্লগ পরিদর্শন করে তাদের নিজেদের প্রয়োজনে। তারা কোন একটি বিষয়ে জানতে চায় এবং সেই বিষয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে। কোন ব্লগের লেখা পছন্দ হলে তারা সেটা পড়তে শুরু করে। লেখাটি পড়ার পরে তারা কি করে? কেউ হয়তো মন্তব্য করে; কেউ লেখাটির সাথে একমত হয়, কেউ তার নিজস্ব ধারনা উপস্থাপন করে, এবং কেউ খুশি হয়ে ধন্যবাদ দিয়ে থাকে। এখন এটা আপনার সৌজন্যতা তাদেরকে উত্তর দেওয়া। তাদেরকে ধন্যবাদ দিন লেখাটি পড়ার জন্য এবং সময় নিয়ে মন্তব্য করার জন্য। যদি তারা সমালোচনা করে (যদি তীব্র সমালোচনাও হয়), বিনীতভাবে উত্তর দিন, যেটা ঐ মন্তব্যের জন্য উপযুক্ত। কিন্তু, যদি আপনি তাদের মূল্যায়ন না দেন, তাহলে সম্ভবত তারও আপনার ব্লগকে অবমূল্যায়ন করবে।

ভুল পদক্ষেপ ৪: লেখার গুণগত মান বজায় না রাখা

এমন কোন নির্দিষ্ট নিয়ম নাই যে আপনি কত ঘন ঘন লেখা প্রকাশ করবেন। আপনি একদিনে অনেকগুলো লেখা প্রকাশ করতে পারেন, কিন্তু এভাবে হয়তো আপনার লেখার মান কমে যেতে পারে। এটা ভাল হবে যদি আপনি দিনে অনেকগুলো সাধারণ মানের লেখার পরিবর্তে একটি মানসম্পন্ন লেখা প্রকাশ করেন। আমার পরামর্শ হচ্ছে, সপ্তাহে চার থেকে পাঁচটি মানসম্পন্ন লেখা প্রকাশ করুন। এক কথায়, লেখার গুণগত মান বজায় রাখুন, অন্যথায় আপনি পাঠক হারাতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিনা কারনে লেখাটি বড় করবেন না। চেষ্টা করুন ৫০০ থেকে ৭৫০ শব্দের মধ্যে লেখাটি রাখতে, নতুবা পাঠকেরা বিরক্ত হয়ে যেতে পারে।

ভুল পদক্ষেপ ৫: আকর্ষণীয় শিরনাম এবং উদ্বোধনের অভাব

শিরনাম হচ্ছে যেকোনো লেখার সংক্ষিপ্তসার। এর দ্বারা পাঠকেরা খুব সহজেই লেখার সারকথা বুঝতে পারে। যার ফলে, এটা খুবই গুরুত্বপূর্ণ আকর্ষণীয় শিরনাম দেওয়া, অন্যথায় পাঠকেরা বিস্তারিত পড়ার ব্যাপারে আগ্রহী নাও হতে পারে। যখন তারা একটি আকর্ষণীয় শিরনাম দেখে পড়তে আরম্ভ করবে, প্রথম কয়েক লাইন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তাদেরকে বাদবাকি লেখা পড়ার ব্যাপারে আগ্রহী করে তুলতে। এইজন্য উদ্বোধন সুন্দর হওয়া আবশ্যক। যদি আকর্ষণীয় শিরনাম এবং উদ্বোধন একসাথে কাজ করে, তাহলে আপনি পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং তাদেরকে লেখাটির প্রতি উৎসাহিত করতে পারবেন।

ভুল পদক্ষেপ ৬: বিষয়বস্তুকে সহজগম্য করে তৈরি না করা

এমন অনেক ব্লগ টিপস আছে যেগুলো ব্যাখ্যা করা কঠিন। এর একটা কারন হতে পারে, লেখকদের বিষয়বস্তুর বোধগম্যতার প্রতি উদাসীনতা, এবং আমরা সবাই জানি যে, পত্রিকাতে পড়ার থেকে কম্পিউটার স্ক্রিনে পড়া অনেক কঠিন। আপনারা হয়তো ভাবতে পারেন যে পাঠকেরা পড়ার বিষয়ে অমনোযোগী, কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা অনেক বেশি সচেতন এই বিষয়ে। তারা শুধু সেটাই খোঁজে যেটাতে তাদের আগ্রহ। অনেক ধরনের পদ্ধতি আছে বিষয়বস্তুকে বোধগম্য করারঃ

  • সাবহেডিং (Subheading) ব্যবহার করুন প্রধান অধ্যায়গুলোকে ভাগ করার জন্য।
  • নম্বর তালিকা অথবা বুলেটস (Bullets) ব্যবহার করুন স্ক্রিনের সাদা অংশ বৃদ্ধির জন্য।
  • মুখ্য শব্দগুলোকে চিহ্নিত করার জন্য বোল্ড অথবা আন্ডারলাইন সুবিধা ব্যবহার করুন।
  • অনুচ্ছেদ গুলো যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করুন।

ভুল পদক্ষেপ ৭: পাঠকদের পরবর্তী করনীয় না থাকা

লেখাটি পড়ার পর পাঠকরা কি করবে, যদি এই বিষয়ে কোন দিক উল্লেখ না থাকে, তাহলে খুব সম্ভবত আপনি আপনার লেখার কোন রিটার্ন পাবেন না। যার ফলে, প্রত্যেকটি লেখাতে পাঠকদের পরবর্তী করনীয় উল্লেখ থাকা খুব জরুরী, যেটা আপনি পাঠকদের দ্বারা সম্পন্ন করতে চান। মার্কেটিং এর ভাষায় এটাকে কল টু অ্যাকশন বলে। লেখার উপসংহারে পাঠকদের উৎসাহিত করুনঃ

  • সাইন আপ করতে নিউজলেটারের জন্য
  • মন্তব্য করে আপনাকে জানাতে
  • লেখাটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে
  • কন্টাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে
  • কোন একটা পণ্য কিনতে

এছাড়াও আপনি তাদেরকে যেকোনো কিছু বলতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে হয়তো আপনি আপনার পরিশ্রমের মূল্যায়ন পাবেন পাঠকদের কাছ থেকে।

আরও অনেক ধরনের ভুল পদক্ষেপ থাকতে পারে। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ভুলগুলো নিয়ে আলোচনা করার। মোটকথা, আপনাকে অনেক যত্নবান হতে হবে আপনার ব্লগ নিয়ে। যদি আপনি ভুলগুলো সংশোধন করতে পারেন, তাহলে প্রত্যাশিত ফলাফল পেতে পারেন এবং আপনার ব্লগের ট্রাফিক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

যদি টিপসটি পড়ে আপনার ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের অবগত করবেন। এছাড়াও যদি আপনার কোন মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের সার্বিক সহযোগিতা আমাকে উৎসাহিত করবে আরও ভাল কিছু লেখার ব্যাপারে। ধন্যবাদ সময় করে লেখাটি পড়ার জন্য।

টিপসটি সর্বপ্রথম এখানে প্রকাশিত হয়।

Ads by T4B
বিজ্ঞাপন

নির্বাচিত টিপস মনোনয়ন

0

টিপসটি উপভোগ করেছেন?

এই টিপস এবং এরকম আরও টিপসের আপডেট পেতে হলে TiPS4BLOG নিউজলেটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আপনি আরো পছন্দ করতে পারেন

মতামত বন্ধ